Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেশন ব্যবস্থা নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের, বন্ধ হতে পারে রেশন দোকান

নবান্নে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে রেশন নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রেশন নিয়ে দুর্নীতি চলছে রাজ্যে। এরকম হতে থাকলে রেশন ব্যবস্থা বন্ধ করে দিতে পারে রাজ্য সরকার। রেশন ব্যবস্থার…

Avatar

নবান্নে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে রেশন নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রেশন নিয়ে দুর্নীতি চলছে রাজ্যে। এরকম হতে থাকলে রেশন ব্যবস্থা বন্ধ করে দিতে পারে রাজ্য সরকার। রেশন ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে কয়েকটা রেশন দোকানে রাজনীতি চলছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা রেশন দিতে বাধা দিচ্ছে, মানুষের কাছে ঠিক মতো রেশন পৌঁছাচ্ছে না।

এই অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপ নিলো রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী যেই রেশন দোকানগুলিতে ঝামেলা সৃষ্টি হবে, রাজনৈতিক নেতারা রেশন দিতে বাধা দেবে সেই রেশন দোকান বন্ধ করে দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন দুর্নীতি বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশনের কালোবাজারি বন্ধ করতে নতুন খাদ্যসচিব নিয়োগ করেছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেশে লকডাউনের জেরে মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ৬ মাস বিনামূল্যে রেশন দেবার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রেশন নিয়ে বার বার রাজ্যে সরকারের কাছে অভিযোগ এসেছে। কখনও কালোবাজারি নিয়ে, কখনও বা রেশন সামগ্রী কম দেওয়া নিয়ে। রেশনে গম দেওয়া নিয়ে অসুবিধার সৃষ্টি হওয়ায় মুখ্যমন্ত্রী ৫ কেজি করে চাল দেবার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু ফের রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসায় রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

About Author