পাহাড় থেকেও রাজ্যকে হুঁশিয়ারি রাজ্যপালের, রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগ ধনকড়ের

Advertisement

Advertisement

দার্জিলিং: রাজ্য-রাজ্যপালের সংঘাত নতুন কিছু নয়। যবে থেকে রাজ্যপাল পদে জাগদীপ ধনকড় আসীন হয়েছেন, তবে থেকেই রাজ্য সরকারের সঙ্গে তার বাদানুবাদ ক্রমেই বেড়ে চলেছে। এমনকি রাজ্যপাল নিরপেক্ষ নন, তিনি বিজেপির তোষক বলেও তৃণমূল-কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে গোটা একটা মাস পাহাড় সফরে রয়েছেন জগদীপ ধনকড়। চলতি নভেম্বর মাসটা তিনি পাহাড়েই কাটাবেন বলে জানা গিয়েছে। গতকাল, রবিবার দার্জিলিঙে পৌঁছেছেন তিনি। আর সেখানে পৌঁছেই শীতের আমেজে ভরা পাহাড়কে কার্যত উত্তপ্ত করছেন তিনি। দার্জিলিং থেকে সরাসরি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল। এমনকি পাহাড়ের আমলাদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

দার্জিলিংয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেছেন, ‘রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই করোনা মোকাবিলায় কার্যত ব্যর্থ রাজ্য সরকার। শুধু তাই নয়, এর পাশাপাশি রাজ্য প্রশাসন জনগণের প্রতিনিধিত্ব না করে শাসক দলের হয়ে কাজ করছে। পাহাড়ের জেলাশাসক, ডিএসপিদের বলছি সাবধান হয়ে যান। কোনওরকম অন্যায়কে বরদাশ্ত করা হবে না।’ এভাবেই কার্যত পাহাড় থেকে রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে পাহাড়ের শীতল আবহাওয়া গরম করে দিয়েছেন রাজ্যপাল। জাগদীপ ধনকার

Advertisement

Recent Posts