কেরিয়ার

রাজ্য সরকারের চাকরিতে পাবেন ১ লাখ ২৫ হাজার টাকা বেতন, দিতে হবেনা পরীক্ষা, জানুন কিভাবে

এই নিয়োগ হবে সম্পূর্ণ ইন্টারভিউ ভিত্তিক

Advertisement

Advertisement

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারো নতুন সুখবর। এবারে খুব শীঘ্রই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ইতিমধ্যেই একাধিক দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই মর্মে। তবে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এই কাজ চুক্তিভিত্তিক হলেও মাসিক বেতন প্রচুর। এক্ষেত্রে দুটি পদের জন্য লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই দুটি পদের ব্যাপারে সবকিছু।

Advertisement

প্রথম শূন্য পদটির নাম কনসালটেন্ট। এই পদের মাসিক বেতন ১ লক্ষ ২৫ হাজার টাকা। এই আবেদনকারীর বয়স হতে হবে ২০২২ সালে পয়লা জানুয়ারি অনুযায়ী ৩৬ বছরের মধ্যে। উল্লেখিত কন্সাল্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রার্থী কে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এম বি এ/এম পি/এম পি পি ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে

Advertisement

দ্বিতীয় শূন্য পদটির নাম জুনিয়র কনসালটেন্ট। এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ১ লক্ষ ২৫ হাজার টাকা। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। উল্লেখিত জুনিয়র কন্সাল্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রার্থী কে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এম বি এ/এম পি/এম পি পি ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে ৷

Advertisement

আপনাদের জানিয়ে রাখি, এই পদের জন্য কোন অতিরিক্ত পরীক্ষা নেওয়া হবে না, কেবল দক্ষতার ভিত্তিতে এবং ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে এই সম্পর্কিত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

এই পদের জন্য আবেদন করতে হলে, চাকরি প্রার্থীকে সরাসরি রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে আপনাকে আবেদন পত্র ডাউনলোড করে নিয়ে সেটার একটা প্রিন্ট করতে হবে। তারপর সেখানে প্রয়োজনীয় নথি লাগিয়ে আপনাকে সরাসরি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।

To The Deputy Secretary . GE Branch, Home & Hill Affairs Department , Goverment of West Bengal , Room No. 505 NABANNA , Shibpur , Howrah – 711102 .

আবেদনের সময় প্রার্থীকে যে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে তা হল-

১. আবেদনকারী পূর্বে কোনও সংস্থায় কাজ করে থাকলে তার অভিজ্ঞতার যাবতীয় নথি জমা দিতে হবে

২. আবেদনকারীকে ভোটার ও আঁধার কার্ড সঙ্গে রাখতে হবে

৩. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের দু’কপি ছবি

৪ . আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , ইত্যাদি ।

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ – ২৮/১১/২০২২

Recent Posts