Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্টেট ব্যাংকের নতুন বিশেষ ডিপোজিট প্রকল্প, কোন জরিমানা না, তুলুন যে কোন সময়ে টাকা

যারা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন তাদের জন্য বিনিয়োগ করার বেশ কিছু শর্ত রয়েছে এবং তার মধ্যে অন্যতম একটি শর্ত হলো মেয়াদ শেষ এর আগে লক ইন পিরিয়ড এর আগে টাকা…

Avatar

যারা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন তাদের জন্য বিনিয়োগ করার বেশ কিছু শর্ত রয়েছে এবং তার মধ্যে অন্যতম একটি শর্ত হলো মেয়াদ শেষ এর আগে লক ইন পিরিয়ড এর আগে টাকা তুললে জরিমানা দেওয়া। কিন্তু স্টেট ব্যাংকে যদি আপনি ফিক্সড ডিপোজিট খোলেন তাহলে আপনার কোন লক ইন পিরিয়ড এর ব্যাপার থাকবে না। এর ফলে যে কোন সময়ে আপনি টাকা তুলতে পারেন আপনার ফিক্স ডিপোজিট একাউন্ট থেকে। এই সময়ে টাকা পয়সা সর্বদা লিঙ্ক করা থাকবে। যদি সময়ের আগে টাকার দরকার পড়ে যায় সে ক্ষেত্রে টাকা তোলার সুযোগ থাকছে আপনার কাছে এবং তার সাথেই আপনার কোন রকম পেনাল্টি হবার ব্যাপার নেই।

কিভাবে টাকা তুলবেন?

আপনি যদি এসবিআই থেকে টাকা তুলতে চান তাহলে আপনাকে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলতে হবে। ঠিক যেরকম ভাবে আপনি সেভিংস ব্যাংক একাউন্টের টাকা তোলেন ঠিক সেভাবেই আপনাকে কিন্তু টাকা তুলতে হবে এখান থেকে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু এক হাজার টাকার গুণিতক রূপে টাকা তুলতে হবে। টাকা তোলার পরে একাউন্টে যে পরিমাণ টাকা অবশিষ্ট থাকবে সেই পরিমাণ টাকার উপরে আপনি সুদ পেতে থাকবেন। যেকোনো ভারতীয় ব্যক্তি এই প্রকল্প থেকে ১ বছর থেকে ৫ বছরের ব্যবধানে টাকা জমা করতে পারেন। স্টেট ব্যাঙ্কের জন্য প্রবীণ নাগরিকদের সাধারণ এফডি প্রকল্পে অতিরিক্ত সুদ পাওয়ার একটা সুযোগ রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রবীণরা কত সুদ পাবেন?

স্টেট ব্যাঙ্কের এই বিশেষ এফডি প্রকল্পে, সাধারণ ফিক্স ডিপোজিট এর মত অতিরিক্ত সুদ পেতে পারেন প্রবীণ নাগরিকরা। প্রবীণ নাগরিকেরা কিন্তু ০.৫০ শতাংশ বেশি সুদ পেতে পারেন। এই প্রকল্প থেকে অসুবিধার সময়ে আপনি টাকা তুলতে পারবেন। আপনার যদি কোন রকম প্রবলেম হয়ে যায় তাহলে আপনি খুব সহজে এই প্রকল্পের মাধ্যমে টাকা তুলতে পারবেন। আপনাকে কোনরকম জরিমানা দিতে হবে না।

About Author