Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ থকে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু, জানুন কারা কারা পাবেন এই সুবিধা

Updated :  Friday, June 5, 2020 8:38 AM

দেশে দীর্ঘদিনের লকডাউনে জেরে গরিব মানুষদের অবস্থা সবচেয়ে শোচনীয়। কিন্তু এই গরিব অসহায় মানুষগুলোর জন্য ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে মহিলা গ্রাহকদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা করে পাঠানো। এই যোজনায় মহিলারা দুবার টাকা পেয়েছেন। এবার তৃতীয় দফার টাকা দেওয়া শুরু হবে আজ থেকে।

আগের দুবারে যেভাবে অর্থাৎ যেই নিয়মে টাকা দেওয়া হয়েছিল। এবার ও সেই নিয়ম অবলম্বন করা হবে। জুনের মধ্যেই সব মহিলা গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে ৫০০ টাকা করে পেয়ে যাবেন।

কিভাবে টাকা দেওয়া হবে? দেখে নিন-

  • যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ০ অথবা ১ আছে,  তাঁরা জুনের ৫ তারিখ টাকা পাবেন।
  • যাদের অ্যাকাউন্টের শেষে ২ বা ৩ নম্বর রয়েছে, তাঁরা জুনের ৬ তারিখে টাকা তুলতে পারবেন।
  • যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ৪ বা ৫ আছে, তাঁরা ৮ জুনে টাকা তুলতে পারবেন।
  • যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ৬ ও ৭ আছে, তাঁরা ৯ জুনে টাকাতুলতে পারবে।
  • আর ৮ ও ৯ নম্বর অ্যাকাউন্টের শেষে আছে, সেক্ষেত্রে তাঁরা ১০ জুন টাকা পাবে।