Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাহুল হাথরসে যাচ্ছেন রাজনীতি করতে, বিস্ফোরক স্মৃতি ইরানি

Updated :  Saturday, October 3, 2020 1:44 PM

উত্তরপ্রদেশ: হাথরস কান্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে গোটা দেশ। বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তারপরও কোনওকিছুকে এতটুকু পরোয়া না করে আজ, শনিবার ফের হাথরসের পথে রাহুল গান্ধী। যেতে পারেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। রাহুলের সঙ্গে থাকবেন দলের অন্যান্য সাংসদরাও। আর রাহুলের হাথরসে যাওয়া নিয়ে কার্যত তাঁকে তুলোধোনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেছেন নির্যাতিতা তরুণীর পরিবারের পাশে দাঁড়াতে নয়, কার্যত রাজনীতি করতে হাথরসে যাচ্ছেন রাহুল।

এক সাংবাদিক সম্মেলন ডেকে আজ, শনিবার রাহুলকে এক হাত নিয়ে স্মৃতি ইরানি বলেন, ‘সাধারণ মানুষ দেখেছে 2019 লোকসভা নির্বাচনে কীভাবে কংগ্রেসকে হারিয়ে মানুষের নির্বাচনে মসনদে বসেছে বিজেপি। তাই সকলেই বুঝতে পারছে যে, নির্যাতিতা তরুণীর পরিবারকে ন্যায্য বিচার দেওয়ার জন্য নয়, কার্যত রাজনীতি করার জন্যই কংগ্রেস তথা রাহুল গান্ধী যাচ্ছেন হাথরসে।’ এভাবেই কার্যত সনিয়া-পুত্রকে কটাক্ষ করেছেন তিনি।