Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হট ফটো শুটে শ্রাবন্তী, মুহুর্তে ভাইরাল ভিডিও

শ্রাবন্তীর তৃতীয় বার বিয়ে করা নিয়েও মেতে উঠেছিলো ট্রোলরা। এমনকি শ্রাবন্তীর ছেলে ঝিনুকের সঙ্গে ছবি নিয়েও মানুষ বহু কটূক্তি করেছে। তাই বিতর্ক ও সমালোচনাকে কাঁধে নিয়েই আরও একবার স্বমহিমায় হাজির…

Avatar

শ্রাবন্তীর তৃতীয় বার বিয়ে করা নিয়েও মেতে উঠেছিলো ট্রোলরা। এমনকি শ্রাবন্তীর ছেলে ঝিনুকের সঙ্গে ছবি নিয়েও মানুষ বহু কটূক্তি করেছে। তাই বিতর্ক ও সমালোচনাকে কাঁধে নিয়েই আরও একবার স্বমহিমায় হাজির হলেন অভিনেত্রী।নিজের অতি প্রিয় গানের সঙ্গে বিভিন্ন ভঙ্গিমায় ফটোশ্যুট করালেন অভিনেত্রী। কিন্তু তাতেও পিছু হটেনি নেটিজেনদের মন্তব্য। কেউ বলেছেন, ইউ আর দ্য বেস্ট গাধা অফ দ্য ওয়ার্ল্ড, কেউ বলেছেন, প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, কেউ বলেছেন, ম্যাডাম একটু স্লিম হওয়া দরকার।
আবার কেউ কেউ বলেছেন, ওয়ান্ডারফুল পারফর্মেন্স, ইউ আর সো ইয়াম্মি। আরও কত কি। চলুন আর বেশি সময় নষ্ট না করে শ্রাবন্তীর ভিডিওটি দেখে নিই।
About Author