Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Srabanti Chatterjee: ‘ও আমাকে ছুঁয়েও দেখেনি’, অভিযোগ রোশন-পত্নী শ্রাবন্তীর? ভাইরাল ভিডিও

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিং এখন টলিপাড়ার হটকেক। এদের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েনের খবর এখন সকলেরই জানাআগের দুটো বিয়ে ও টেকেনি শ্রাবন্তীর। হঠাৎ করে সকলকে চমকে দিয়ে ২০১৯-এর জুন মাসে গোপনে…

Avatar

By

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিং এখন টলিপাড়ার হটকেক। এদের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েনের খবর এখন সকলেরই জানাআগের দুটো বিয়ে ও টেকেনি শ্রাবন্তীর। হঠাৎ করে সকলকে চমকে দিয়ে ২০১৯-এর জুন মাসে গোপনে পঞ্জাবের এক গুরুদ্বারে বিয়ে করেছিলেন অভিনেত্রী। প্রথম প্রথম তৃতীয় বরের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে ভরা থাকত অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার দেওয়াল। তৃতীয় বিয়ে নিয়ে নানান ভাবে ট্রোলড হতে হয় অভিনেত্রীকে। তবে কোনোদিন তা পাত্তা দেননি অভিনেত্রী।

Srabanti Chatterjee: 'ও আমাকে ছুঁয়েও দেখেনি’, অভিযোগ রোশন-পত্নী শ্রাবন্তীর? ভাইরাল ভিডিও

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত বছর অক্টোবর থেকে আলাদা থাকছেন শ্রাবন্তী আর রোশন। মাত্র ১৭ মাস সংসার করেছেন রোশন-শ্রাবন্তী। তবে এর মাঝে স্ত্রীকে নিজের কাছে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন রোশন। যেখানে তিনি জানিয়েছেন আগে আলাদা থাকলেও এখন তিনি একসাথে থাকতে চান, সংসার করতে চান। অভিনেতা-স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তিনি বেশ কয়েক মাস ধরেই আলাদা থাকছিলেন। চলত মাসের ১৪ জুলাই বুধবার সেই দেওয়ানি মামলার শুনানি ছিল।

কিন্তু আদালতে অনুপস্থিত ছিলেন শ্রাবন্তী স্বয়ং। তাহলে কি তিনি রোশনের সাথে পুনরায় ঘর বাঁধতে চাননা? তবে শ্রাবন্তীর আইনজীবী আদালতে উপস্থিত হয়ে নিজের মক্কলের তরফে কিছুটা সময় চেয়ে নিয়েছেন। তবে এখন টলিপাড়াতে নতুন গুঞ্জন শ্রাবন্তী নাকি চতুর্থ প্রেমে মজেছেন। অভিনেত্রীর নতুন চর্চিত প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী বলে এক ব্যবসায়ী। এই অভিরুপ শ্রাবন্তীর পড়শী কুটুম। কিছুদিন আগেই নাকি তিনি সেরে ফেলেছেন আংটি বদলের অনুষ্ঠান। এখন শুধু অপেক্ষা রোশনের ডিভোর্সের তাহলে বিয়েটা সেরে নেবেন।

যদিও নানান বিতর্কের মাঝে নিজের ব্যক্তিগত জীবনে বেশ সুখেই আছেন অভিনেত্রী। সম্প্রতি৷ হইচইতে মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত দুজনে। অভিনেত্রী কাজ আর নিজের ব্যক্তিগত জীবনের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। শনিবার ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেন শ্রাবন্তী। কালো কাঁধ খোলা পোশাকে হটনেসে উত্তাপ ছঁড়ালেন নেটমাধ্যম। লাস্যময়ী ভঙ্গিতে নতুন ট্রেন্ড ‘মে পানি পানি হো গেয়ি’-র গাবের ‘উসনে মুঝে ছুয়া ভি নেহি’ লাইনে নতুন রিল ভিডিও বানাতে দেখা গেল শ্রাবন্তীকে। যদিও তা শেয়ার করে মিশ্র প্রতিক্রিয়া পেলেন। নুসরত জাহান, মিমি দত্তের মতো অভিনেত্রীরা প্রশংসা করলেন শ্রাবন্তীর। তবে অনেকে কুকথা শোনাতে ও ভোলেনি। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

About Author