Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাশ্মীরে বরফের মাঝে অন্য একজনের বুকে মাথা রাখলেন শ্রাবন্তী

কাশ্মীরে বরফের মাঝে একেবারে বলিউডের স্টাইলে দেখা মিলল শ্রাবন্তী চ্যাটার্জীর। তবে অভিরূপ নাগ চৌধুরীর বদলে অন্য আরেকজনের সাথে দেখা মিলল তার। বরফের মাঝে অন্য পুরুষের বুকে মাথা রাখতে দেখা গিয়েছে…

Avatar

কাশ্মীরে বরফের মাঝে একেবারে বলিউডের স্টাইলে দেখা মিলল শ্রাবন্তী চ্যাটার্জীর। তবে অভিরূপ নাগ চৌধুরীর বদলে অন্য আরেকজনের সাথে দেখা মিলল তার। বরফের মাঝে অন্য পুরুষের বুকে মাথা রাখতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই ছবি এই মুহূর্তে ভাইরালও হয়েছে নেটদুনিয়ায়। তবে তিনি অন্যকেউ নয়, টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ওম সাহানি। স্বর্গরাজ্যে একসাথে বরফের মাঝে দেখা গেল এই দুই তারকাকে। তবে ঘুরতে নয় কর্মসূত্রেই সেখানে গিয়েছেন তারা।

সম্প্রতি পরিচালক অয়ন দে পরিচালিত ‘ভয় পেয়ো না’র শুটিং করতে কাশ্মীর গিয়েছেন তারা। এই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বাঁধতে দেখা যাবে ওম সাহানি ও শ্রাবন্তী চ্যাটার্জীকে। এর আগে ‘হুল্লোড়’ ছবিতে তাদের একই স্ক্রিনে দেখা গিয়েছিল তবে সেই ছবিতে তাদের সমীকরণ আলাদা ছিল। আসন্ন এই হরর থ্রিলার ছবিতে স্বামী-স্ত্রী রূপে দেখা মিলবে তাদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কাশ্মীর যাওয়ার আগে এয়ারপোর্ট থেকেও নিজেদের ছবি শেয়ার করে ছিলেন অভিনেতা। এই টুরে অনস্ক্রিন জুটি ওম-শ্রাবন্তীর সঙ্গী হয়েছেন অভিনেতার স্ত্রী মিমি দত্তও। একইসাথে কাশ্মীরে পাড়ি দিয়েছেন তারা। তবে আপাতত শ্রাবন্তী ও ওম দুজনেই কাশ্মীরের বরফ মাঝে থেকে নিজেদের ছবি শেয়ার করেছেন, এই মুহূর্তে যা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে গোলাপি রঙের একটি শিফন শাড়ি ও মানানসই স্লিভলেস ব্লাউজে দেখা গিয়েছে। পাশাপাশি ওম সাহানির পরনে ছিল সাদা হাইনেক সোয়েটার ও ছাই রঙের ব্লেজার ও প্যান্ট। সম্ভবত শুটিংয়ের দৃশ্য শুট করার সময়ই এই ছবি তুলেছেন তারা। তাদের অনুরাগীরা ইতিমধ্যেই অপেক্ষা শুরু করে দিয়েছেন জুটি হিসেবে বড়পর্দায় তাদের দেখার জন্য। ছবির শুটিং শেষ হওয়ার পরেই এই ছবির মুক্তির তারিখ সম্পর্কে কিছুটা হলেও নিশ্চিত আভাস পাওয়া যাবে। তবে ততদিন সিনেমাপ্রেমীদের আর একটু ধৈর্য ধরতে হবে।

About Author