Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন বউয়ের সাজে বাঙালি অভিনেত্রী শ্রাবন্তি, নতুন ভিডিও ভাইরাল

টলিপাড়ায় যে অভিনেত্রী মাঝেমধ্যেই বিতর্ক ও আলোচনায় তুফান তোলেন তিনি শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়াতেও রীতিমত সক্রিয় থাকতে দেখা যায় তাঁকে। মাঝেমধ্যেই অসামান্য সব লুক দিয়ে ঘুম কেড়ে নেন ভক্তদের। এবার একেবারে…

Avatar

টলিপাড়ায় যে অভিনেত্রী মাঝেমধ্যেই বিতর্ক ও আলোচনায় তুফান তোলেন তিনি শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়াতেও রীতিমত সক্রিয় থাকতে দেখা যায় তাঁকে। মাঝেমধ্যেই অসামান্য সব লুক দিয়ে ঘুম কেড়ে নেন ভক্তদের। এবার একেবারে বাঙালি ঘরের কোনে বউয়ের সাজে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হল তাঁর।

ক্লিপটি সম্ভবত মেক আপ রুমে তোলা। একেবারে চকচকে সোনালী পাড়ের বেনারসী শাড়িতে চমক দিচ্ছে শ্রাবন্তীর সৌন্দর্য। কানে সোনার দুল, গলায় আবক্ষ সোনার নেকলেস। কপালে মোটা করে পরা সিঁদুর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শ্রাবন্তীর মিষ্টি হাসি বরাবরই হৃদয় উৎফুল্ল করে নেটিজেনদের। এখানেও সেই হাসি থেকে বঞ্চিত হতে হয় নি ভক্তদের। ক্যামেরার দিকে তাকিয়ে আলতো হাসিতে লুক দিতে দেখা গেল অভিনেত্রীকে। ক্লিপটি রইল আপনার জন্য।

 

View this post on Instagram

 

#lovereels

A post shared by Srabanti singh (@srabanti.smile) on

About Author