Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পিপিই ফেস মাস্ক পরে সচেতনতার বার্তা স্পাইডারম্যানের, চলছে শ্যুটিং, মুক্তি শীঘ্র

Updated :  Tuesday, November 10, 2020 12:54 PM

“Wear a mask, I’m wearing two” এই কথাই বলছেন স্পাইডারম্যান। করোনা আবহয়ে সবাইকেই মাস্ক পরতেই হচ্ছে। তাই এবারে স্পাইডারম্যানও পরতে চলেছে দুটি মাস্ক। এখন প্রায় সকলের জীবনের অঙ্গ হয়ে উঠেছে মাস্ক ও স্যানিটাইজার। সম্প্রতি হলিউড অভিনেতা টম হল্যান্ড (Actor Tom Holland) ‘‌স্পাইডারম্যান ৩’‌–এর নতুন লুকস ভক্তদের সামনে এনেছেন।

পিপিই ফেস মাস্ক পরে সচেতনতার বার্তা স্পাইডারম্যানের, চলছে শ্যুটিং, মুক্তি শীঘ্র

২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘Spider-Man 3’। বর্তমানে সমস্ত সতর্কতা মেনে চলছে প্রস্তুতি। স্পাইড্যার ম্যান একজন সুপার হিরো ক্যারাক্টার, তা স্বত্বেও তাঁর মুখে পিপিই ফেস মাস্ক (PPE face mask)। সোনি পিকচার্স ও ওয়াল্ট ডিজনি স্টুডিওর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে ‘স্পাইডারম্যান ৩’। যার প্রধান চরিত্রে রয়েছেন হল্যান্ড। ইতিমধ্যেই এ ছবির অনেকটা অংশ শুটিং হয়ে গিয়েছে।