Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্রিকেট ইতিহাসে হয়তো নজিরবিহীন ঘটনা, জানলে আপনিও অবাক হবেন!

সুরিজিৎ দাস: জ্যাক লিচ ও বেন স্টোকস এক স্বপ্ন এর জুটি অ্যাসেজে এই দুই ব্যাটসম্যান এর হাত ধরেই ইংল্যান্ড পেয়েছে স্বপ্ন এর জয়। গুরুত্বপূর্ণ সময়ে বেন স্টোকস যখন নিজের হাতে…

Avatar

সুরিজিৎ দাস: জ্যাক লিচ ও বেন স্টোকস এক স্বপ্ন এর জুটি অ্যাসেজে এই দুই ব্যাটসম্যান এর হাত ধরেই ইংল্যান্ড পেয়েছে স্বপ্ন এর জয়। গুরুত্বপূর্ণ সময়ে বেন স্টোকস যখন নিজের হাতে একের পর এক বল বাউন্ডারি টপকে ম্যাচ ঘোরাচ্ছিলেন সেই সময় তার সতীর্থ জ্যাক লিচ স্থিরতার উদাহরণ হয়ে দাঁড়ায়। গুরুত্বপূর্ণ পরিস্থিতি তে তার ১৭ বলে ১ রান ইংল্যান্ড কে ম্যাচে রেখেছিলো এইসময় বারবার দেখা যায় চশমার কাচ মুছছেন লিচ এতেই স্পষ্ট কাচে বাষ্প জমে যাওয়ার কারণে খেলতে অসুবিধে হচ্ছিলো তার হয়তো ঠিকভাবে বলও দেখতে পারছিলেন না কিন্তু সুদৃঢ় লক্ষে সব প্রতিকুলতা কে জয় করে একের পর এক অজি ফাস্ট বোলারের বল সামলে ক্রিজে আটকে ছিলেন লিচ। এরপরেই বেন স্টোকস ট্যুইট করেন এবং অনুরোধ করেন স্পেকসেভারস এর কাছে যাতে লিচ কে বিনামূল্যে চশমা দেওয়া হয়। তার ঠিক কিছুক্ষণ পরেই পাল্টা ট্যুইট করে চশমা প্রস্তুওকারক সংস্থা স্পেকসেভারস জানান তারা লিচ কে আজীবন বিনামূল্যে চশমা সরবরাহ করবে। যা ক্রিকেট ইতিহাসে হয়তো নজিরবিহীন ঘটনা কিন্তু এই লড়াকু জুটির ইনিংস আজীবন মনে রাখবে আপামর ইংল্যান্ড সমর্থক।

About Author