Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rashmika Mandana: বিজয় দেবেরকোন্ডার সঙ্গে চুম্বন দৃশ্যের পর রশ্মিকা মান্দান্নার অবস্থা এমন, বললেন- কয়েক মাস ধরে..

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে ২০২১'এর শেষে মুক্তিপ্রাপ্ত 'পুষ্পা: দ্যা রাইজ' এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সকলের মাঝে। ছবির অভিনেতা…

Avatar

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে ২০২১’এর শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সকলের মাঝে। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তিনি বর্তমান প্রজন্মের কাছে জাতীয় ক্রাশ, তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে তার সাথে সেই শুরুর সময় থেকেই নাম জড়িয়েছে অন্যতম জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার। তাদের বিয়ের খবরও শোনা গিয়েছিল মিডিয়ার পাতায়। একাংশের মধ্যে নতুন বছরের শুরুটাও একসাথেই করেছেন তারা। তবে সাধারণের মাঝে কিংবা মিডিয়ার পাতায় তাদের নিয়ে সবটাই যে রটনা, সেকথা অবশ্য স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘গীত গবিন্দম’ ছবিতে অভিনয়ের সময়ই প্রথম আলাপ হয়েছিল বিজয় দেবারাকোন্ডা ও রশ্মিকা মন্দনার। শুরুতেই পর্দায় তাদের রসায়ন দৃষ্টি আকর্ষণ করেছিল সকলের। সেই থেকেই তাদের সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে। এরপর ‘ডিয়ার কমরেড’এর একসাঊ জুটি বাঁধতে দেখা গিয়েছিল তাদের। সেখানেই একটি দৃশ্যে বৃষ্টির মধ্যে চুম্বন করতে দেখা গিয়েছিল তাদের। তবে সেই দৃশ্যকে একাধিক ক্ষেত্রে অশ্লীলভাবে বর্ণনা করা হয়েছে সেইসময়ে। সম্প্রতি সেই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, তিনি খুব আবেগপ্রবণ একজন মানুষ। সেইসময় ছবির চুম্বনের দৃশ্যটিকে নিয়ে তুমুল চর্চা হয়েছিল মিডিয়ার পাতায়। এমনকি একাংশের মাঝে এই নিয়ে রীতিমতো কটাক্ষের শিকারও হতে হয়েছিল তাকে। ঐ পরিস্থিতিতে পুরো ব্যাপারটিকে কিভাবে তিনি সামলাবেন! তা বুঝে উঠতে পারছিলেন না অভিনেত্রী। পাশাপাশি তার কথা থেকে এও জানা গিয়েছে যে এই বিষয়টি নিয়ে প্রায় তিন মাস তিনি ভুগেছিলেন। কান্নাকাটিও করেছিলেন বিস্তর। তবে তারকা জগতের সদস্য হওয়ার সুবাদে ধীরে ধীরে সামলে নিয়েছিলেন সবটাই। অভিনেত্রীই প্রথম নন, এর আগেও বহু তারকারা পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার প্রসঙ্গে কথা বলেছেন প্রকাশ্যে।

উল্লেখ্য, অক্টোবর মাসেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘গুডবাই’ ছবিটি। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী। ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি সুনীল গ্রোভার, আশিষ বিদ্যার্থী, এলি আব্রামের মতো তারকাদের দেখা মিলেছে। এছাড়াও তার একগুচ্ছ ছবি খুব শীঘ্রই আসতে চলেছে বলিউডের পর্দায়। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ ছবিতে দেখা মিলবে রশ্মিকার। ২০’শে জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। পাশাপাশি রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতেও অভিনয় করছেন তিনি। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত পুষ্পার দ্বিতীয় ভাগের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, সেখানেও দেখা মিলতে চলেছে তার। আপাতত ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন রশ্মিকা, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

About Author