ফের একবার ক্রিকেট মাঠে নামতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। বুধবার আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ ও সচিব জয় শাহ। বিসিসিআইয়ের ২৮ জনের কমিটির প্রত্যেককে দুটি দলের মধ্যে ভাগ করে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজন করছে বিসিসিআই। একটি দলের অধিনায়কত্ব করবেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও অপর দলের অধিনায়ক হবেন জয় শাহ। প্রসঙ্গত, বৃহস্পতিবার মোতেরাতেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হতে চলেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম নতুন করে গড়ে তোলা হয়েছে। এই মুহূর্তে এটিই ভারতের বৃহত্তম স্টেডিয়াম। মোতেরাতে বর্তমানে বসতে পারেন ১,১৪,০০০ দর্শক। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান রাজীব শুক্লা হবেন ম্যাচ রেফারি। শুক্লা সম্ভবত বিসিসিআইয়ের সহ-সভাপতি হতে চলেছেন।
দীর্ঘদিন ব্যাট হাতে মাঠে নামেননি সৌরভ। এখন দেখার অনেকদিন পরে মাঠে নামতে চলা দাদা ব্যাট হাতে কেমন পারফরম্যান্স করতে পারেন।