Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sourav-Dona: ডোনার রান্নার রহস্য দাদাগিরির মঞ্চেই ফাঁস করলেন সৌরভ, জানালেন আসল সত্যি

দাদাগিরি ও সৌরভ গাঙ্গুলী একে অপরের সমার্থক। সেই শুরুর সময় থেকে দাদাগিরির সঞ্চালনার দায়িত্ব রয়েছে সৌরভ গাঙ্গুলীর উপর। এই মঞ্চে দাদাগিরির প্রতি এপিসোডেই থাকে নতুন নতুন চমক। তারকা থেকে সাধারন…

Avatar

দাদাগিরি ও সৌরভ গাঙ্গুলী একে অপরের সমার্থক। সেই শুরুর সময় থেকে দাদাগিরির সঞ্চালনার দায়িত্ব রয়েছে সৌরভ গাঙ্গুলীর উপর। এই মঞ্চে দাদাগিরির প্রতি এপিসোডেই থাকে নতুন নতুন চমক। তারকা থেকে সাধারন সকলেই আসেন এই মঞ্চে। কেউ কেউ আজকের সময় দাঁড়িয়ে নিজের দাদাগিরির কথা বলতে আসেন এই মঞ্চে। আবার এই মঞ্চেই দাদার সাথে ডোনা গাঙ্গুলীর খুনসুটির একাধিক কথা উঠে আসে। সম্প্রতি ঋদ্ধিমা ঘোষের প্রশ্নের উত্তরে ডোনা গাঙ্গুলীর সিক্রেট ফাঁস করলেন দাদা নিজেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দাদাগিরির মঞ্চে খুব বুদ্ধিমত্তার সাথে কিছু কিছু প্রশ্ন সজোরে এড়িয়ে যান দাদা। তবে এদিন সব্যসাচী চক্রবর্তীর পুত্রবধূ ঋদ্ধিমার প্রশ্নের উত্তর কোনভাবেই এড়িয়ে যেতে পারলেন না দাদা। চাপে পড়ে সকলের সামনেই মজার ছলে ফাঁস করে দিলেন ডোনা গাঙ্গুলীর রান্নার রহস্যের কথা, যা শুনে সেইসময় রীতিমতো গুগলি খেয়ে গিয়েছিলেন উপস্থিত সকলেই।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে, তা বেশ কয়েকটা সিজন আগেকার। সেই সিজনেই এক এপিসোডে ঋদ্ধিমা সকলের সামনেই দাদাকে প্রশ্ন করেন ডোনা গাঙ্গুলীর হাতের কোন রান্নাটি তার সবথেকে বেশি পছন্দের? অবশ্য প্রশ্নটি করার আগেই তিনি এটা নিশ্চিত করেছিলেন যাতে দাদা সেই প্রশ্ন এড়িয়ে যেতে না পারে। ঋদ্ধিমার প্রশ্নের উত্তরে দাদা তাকে জিজ্ঞাসা করেন তিনি সত্যি বলবেন না মিথ্যা! ঋদ্ধিমা জানান, তিনি সত্যিটাই জানতে চান।

এরপর দাদা হাসতে হাসতে জানান, ম্যাডাম অর্থাৎ ডোনা গাঙ্গুলী কখনোই রান্নাঘরে গিয়ে রান্না করেননি। যদি কোনদিন করেন তাহলে তিনি অবশ্যই জানাবেন তার হাতের কোন রান্নাটি তার সবথেকে বেশি পছন্দের। তিনিও যে কখনোই রান্নাঘরের রাস্তায় যাননি সেকথাও স্পষ্ট জানিয়েছেন দাদা।

এরপর তিনি আরো জানান, একদিন সকালবেলা খবরের কাগজে ডোনা গাঙ্গুলীর একটি ইন্টারভিউ দেখতে পান। সেটি দেখে তিনি ভেবেছিলেন হয়তো নাচ নিয়ে কিছু হবে! কিন্তু পড়তে গিয়ে বুঝলেন সেটি রান্না নিয়ে। সাথে দেওয়া ছিল অনেক সুস্বাদু খাবারের ছবিও। সেইসময় বাড়িতে উপস্থিত ছিলেন ডোনা ম্যাডাম। দাদা সেইসময় বাড়ির রান্নার মাসিকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন সেই প্রসঙ্গে। তিনি জানিয়েছিলেন, বাড়িতে সাংবাদিক এসেছিলেন ডোনা গাঙ্গুলীর সাক্ষাৎকার নিতে। আর তিনিই সমস্ত রান্নার বিষয়ে বলে দিয়েছিলেন ম্যাডামকে। এই এপিসোডে দাদাগিরির মঞ্চেই রীতিমতো ডোনা গাঙ্গুলীর রান্নার রহস্য ফাঁস করে দিয়েছিলেন দাদা, যা শুনে হেসে ওঠেন উপস্থিত সকলেই।

About Author