অদ্ভুত আবদার! এবারে বলিউডের রাফ অ্যান্ড টাফ অভিনেতার কাছে এলো এবারে বিয়ের পুরোহিত হওয়ার প্রস্তাব। এতদিনে খাবার সংস্থান, শ্রমিকদের বাসস্থান দেওয়া, এবং লকডাউন এর সময় তাদের সমস্ত খরচ নিজের কাঁধে বহন করে তিনি হয়ে উঠেছিলেন বহু মানুষের কাছে মাসিহা। আশা করছি বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। তিনি হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সোনু সুদ।
লকডাউন এর সময় শ্রমিকদের নানাভাবে তিনি সাহায্য করেছিলেন। সেই সময় তার বিভিন্ন সুকর্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তবে এবারে তাকে অনুরোধ করা হয়েছে বিয়ের পুরোহিত হওয়ার জন্য। টুইটারে একজন এই অভিনেতার কাছে আবদার করেছেন তাকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ পুরোহিতের কাজ করতে হবে সোনুকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এরকম অদ্ভুত আবদার পাবার পরেও বেশ চনমনে মেজাজে দেখা গেল অভিনেতাকে। তার ওই আবদারের রিপ্লাই দিয়ে সোনু সুদ লিখলেন, “অবশ্যই! আপনার জন্য বিয়ের মন্ত্র আমি পড়ে দেবো। শুধুমাত্র আপনাকে কনে খুজার দায়িত্বটা নিজেকে নিতে হবে।”
তবে এই প্রথম নয়, এর আগেও সোনুর কাছে এরকম মজার মজার আবদার এসেছে। কখনো কখনো তাকে অনুরোধ করা হয়েছে মালদ্বীপে বেড়াতে যাবার খরচ দিতে। আবার অনেক সময় তাকে বিবাহ বিচ্ছেদের সাহায্য করার দাবি করে তার কাছে আবদার জানিয়েছেন বিভিন্ন নেটাগরিক। সমস্ত আবদার এর মাঝেই মজার ছলে বিষয়গুলিকে সামলে নেন মসিহা সোনু সুদ।