এই ভিডিও ক্লিপ এ দেখা যাচ্ছে দুজন একেবারে মদ্যপ অবস্থায় রয়েছেন। তার মধ্যেই তারা দু’জনে একে অপরের সাথে কথা বলতে চান। কিন্তু এই ভিডিওর সবথেকে নজরকাড়া দৃশ্য হলো সিদ্ধার্থ এবং সোনিয়ার লিপলক কিস। ব্রকেন বাট বিউটিফুল সিরিজে আমরা এইরকম বেশকিছু প্যাশনেট কিসিং সিন দেখতে পেতে চলেছি। ওয়েব সিরিজের প্রযোজক একতা কাপুর এই প্রিভিউ লঞ্চ করে দেওয়ার মাধ্যমে ব্যাপারটি একে বারে পরিস্কার করে দিলেন। ভিডিওটি বর্তমানে নেটিজেনদের নজরে পড়ে গিয়েছে এবং অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে তাদের মাঝখানে।YOU GUYS??????#SidharthShukla #BrokenButBeautiful3 #AgMi pic.twitter.com/PlY27vfsmA
— Team Sidharth Shukla (@SidsEndeavours) April 7, 2021
অভিনেত্রী সোনিয়াকে জাপ্টে জড়িয়ে ধরে চুমু খেলেন সিদ্ধার্থ শুক্লা, ভাইরাল ভিডিও
টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক হলেন সিদ্ধার্থ শুক্লা। তবে বিগ বস ১৩ সিজারের পরে সিদ্ধার্ত বর্তমানে এই জগতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। বলিউডে যেকোনো বড় বড় তারকা কে মাত…

By

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?