Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্লিট স্কার্ট পোশাকে বেলি ডান্স, নোরা ফতেহির গানে নেচে মঞ্চ মাতালেন ‘খড়ি’ শোলাঙ্কি

এই মুহূর্তে স্টার জলসার এক নম্বর ধারাবাহিক 'গাঁটছড়া'। শুরু থেকেই ঋদ্ধি-খড়ি জুটি মন জয় করে নিয়েছে সকলের। তাদের নরমে-গরমে সম্পর্ক পছন্দ দর্শকদেরও। কয়েকদিন আগে স্টার জলসার পর্দায় অনুষ্ঠিত হয়েছে পরিবার…

Avatar

এই মুহূর্তে স্টার জলসার এক নম্বর ধারাবাহিক ‘গাঁটছড়া’। শুরু থেকেই ঋদ্ধি-খড়ি জুটি মন জয় করে নিয়েছে সকলের। তাদের নরমে-গরমে সম্পর্ক পছন্দ দর্শকদেরও। কয়েকদিন আগে স্টার জলসার পর্দায় অনুষ্ঠিত হয়েছে পরিবার অ্যাওয়ার্ডস্। সেখানেই একেবারে ছকভাঙা সাজে দেখা মিলেছে পর্দার খড়ির, যা দেখে অবাক হয়েছেন সোলাঙ্কি রায়ের ভক্তরাও। পাশের বাড়ির মেয়ের ইমেজ ভেঙে একেবারে অন্যরূপে হাজির হয়েছিলেন তিনি। সম্প্রতি সেই ভিডিওটিই ভাইরাল নেটদুনিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসের মঞ্চে সোলাঙ্কি রায়কে একেবারে অন্যরূপে দেখা গিয়েছে এদিন। এই মঞ্চে অভিনেত্রীকে থাই স্লিট স্কার্ট ও মানানসই ব্লাউজে দেখা গিয়েছে। লাল রঙে মানিয়েছিলো অভিনেত্রীকে। সাথে একেবারে অন্যভাবে সেজেছিলেন সোলাঙ্কি। তাকে নোরা ফতেহি-র ‘কুসু কুসু’, ও জাহ্নবী কাপুরের ‘লেটস দ্য মিউজিক প্লে’এর সাথে নাচতে দেখা গিয়েছে এই মঞ্চে। তার এই রূপ দেখে অবাক হয়েছেন সকলেই। শুধুমাত্র একা পারফর্ম করেননি তিনি। এদিন ‘গাঁটছড়া’র বাকি সদস্যদের সাথেও নাচতে দেখা গিয়েছে তাকে।

‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের মাধ্যমেই দর্শকমহলে এক বিপুল পরিচিতি পেয়েছিলেন সোলাঙ্কি রায়। ধারাবাহিকে তার বিপরীতে দেখা গিয়েছিল বিক্রম চ্যাটার্জীকে। দর্শকমহলে তাদের রসায়ন বেশ জনপ্রিয় হয়েছিল। এরপরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। সেইসময় একটু দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি। এরপরে অভিনেত্রী অভিনয়ে ফিরে আসেন ওয়েব প্ল্যাটফর্মের হাত ধরে। ‘পাপ’ ও ‘মন্টু পাইলট’এ দেখা মেলে তার। এরপর যীশু সেনগুপ্তর বিপরীতে ‘বাবা বেবি ও’ ছবিতে অভিনয় করতে দেখা যায় সোলাঙ্কিকে। এই মুহূর্তে ছোটপর্দায় গৌরব চ্যাটার্জীর সাথেই রাজ করছেন তিনি।

About Author