ভাইরাল & ভিডিওবলিউডবিনোদন

Viral Video: শাড়ি পরে হট অবতারে নতুন ভিডিও শেয়ার করলেন সোফিয়া আনসারী, মুহূর্তে ভাইরাল

নীল শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় আবারো ভাইরাল সোফিয়া

Advertisement

ইনস্টাগ্রামে এই মুহূর্তে অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে হয়ে উঠেছেন ভাইরাল এবং একই সাথে পৌঁছেছেন জনপ্রিয়তার শিখরে। এই মুহূর্তে যে সমস্ত সোশ্যাল।মিডিয়া স্টার একাধিক প্ল্যাটফর্মে নাম করে ফেলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন সোফিয়া আনসারী। তিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এতটাই জনপ্রিয় যে তার প্রত্যেকটি ভিডিও প্রায় ১০ থেকে ২০ লাখের বেশি ভিউ কমিয়ে ফেলে। অনেক সময় তার কিছু কিছু ভিডিও কোটির কাছাকাছি ভিউও কামিয়েছে ইতিহাসে। তিনি নিজের বোল্ড এবং হট ভূমিকায় বারবার ধরা দিয়েছেন এবং তিনি নিজের এই ভূমিকায় সর্বদা বেশ সাবলীল।

সম্প্রতি সোফিয়া আনসারীর ভিডিও সোশ্যাল মিডিয়াতে আবারও ভাইরাল হতে শুরু করেছে। ওনার ফ্যান পেজ থেকেও বিভিন্ন ভিডিও শেয়ার করা হচ্ছে মাঝে মধ্যেই। তিনি নিজেও সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকেন এবং নিজের ভক্তদের জন্য মাঝে মধ্যেই নানান ভিডিও শেয়ার করে থাকেন। তবে এবারে ছবি না তার একটি নতুন রিল ভিডিওর জন্য তিনি হয়েছেন সোশ্যাল মিডিয়ার নতুন ভাইরাল মুখ।।

এই ভিডিওতে তিনি একটি নীল রঙের শাড়ি পরেছেন এবং তার সাথেই পরেছেন মানানসই ব্লাউজ। তার সাথেই তিনি করেছেন একটি বোল্ড মেক আপ। সঙ্গেই রয়েছে ম্যাচিং জুয়েলারি এবং সঙ্গেই তিনি চুল খোলা রেখে লুক কমপ্লিট করেছেন। এই ভিডিওতে তিনি অত্যন্ত হট পোজ দিয়েছেন।

এই ভিডিও অনেকেই পছন্দ করেছেন। আবার অনেকেই অপছন্দ করেছেন এই ভিডিওটি। অনেকে যেখানে তার হট অবতারের জন্য কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন, সেখানেই অনেকে আবার তার এই অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য তাকে কটাক্ষ করেছেন। দেখে নিন ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by SOFIA ANSARI (@sofia9__official)

Related Articles

Back to top button