Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Adrit Roy: বরুণ ধাওয়ান অভিনীত ছবির গানে জমিয়ে নাচ পর্দার ‘উচ্ছেবাবু’র, রইলো ভিডিও

Updated :  Sunday, October 3, 2021 10:11 AM

বাংলা ছবি ‘নূর জাহান’ ছবির হাত ধরে সিনে জগতে পা রেখেছিলেন আজকের জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। এরপর ‘প্রেম আমার-২’, ‘পরিণীতা’, ‘পাসওয়ার্ড’-এর মতো হিট ছবিতেও অভিনয় করেছেন আদৃত। তবে আপাতত তিনি ‘মিঠাই’-এর ‘উচ্ছেবাবু’ হিসাবে বেশি পরিচিত। এখন ধারাবাহিকে উচ্ছেবাবু আর তুফান মেলের বিয়ে পুরোপুরি জমে গিয়েছে। আর বিয়ের পর এদের সংসার কেমন হয় তা দেখার জন্য সক্কলে মুখিয়ে আছে।

এই ধারাবাহিক জনপ্রিয়তা তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতে সেভাবে সক্রিয় না থাকলেও আদৃতের একাধিক ফ্যান পেজ রয়েছে। রয়েছে ‘আদৃত রায় স্পেশাল’ বলে একটি ইউটিউব চ্যানেল। সম্প্রতি সেখানেই উঠে এল আদৃতের একটি পুরনো একটি ডান্স ভিডিও। ভাইরাল হওয়া সেই পুরোনো ডান্স ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফাটা জিন্স, সাদা টি-শার্টের উপর চেক শার্টে ধরা দিয়েছেন হ্যান্ডসাম আদৃত রায় ।

নিজের কাছের বন্ধু ঋষির সঙ্গে মিলে বরুণ ধাওয়ান, তাপসী পান্নু ও জ্যাকলিন ফার্নান্ডেজের বিখ্যাত সিনেমা ‘জুড়ুয়া ২’-এর ‘উঁচি হ্যায় বিল্ডিং’ গানে তুমুল নাচতে দেখা গেল পর্দার ‘উচ্ছেবাবু’। গুরু গম্ভীর ‘উচ্ছেবাবু’র এমন কুল অবতারে দেখে মুগ্ধ নেট নাগরিকরা। তবে ভিডিও দেখেই বোঝা যাচ্ছে এটি বেশ পুরনো। অনেকেই জানেন আদৃত অভিনয়ের পাশাপাশি খুব ভালো গান করেন। এই ভিডিও দেখে এও নিঃসন্দেহে বলা যেতে পারে, অভিনেতা ভালো নাচ ও করেন।

উল্লেখ্য, ‘নূর জাহান’-ছবিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছিলেন তিনি। সম্প্রতি,’দাদাগিরি’-তে এসেও হিন্দি গান শুনিয়েছেন দাদাকে। তবে এই ভিডিয়োতে আদৃতের নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কিছুদিন আগে অভিমন্যুর পরিচালনায় শ্রাবন্তীর বিপরীতে লকডাউন সিনেমাতে অভিনয় করেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ফের অভিমন্যুর হাত ধরে ফের বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন  উচ্ছেবাবু থুরি আদৃত রায় । তাঁর বিপরীতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। দুজনেই খুব ভালো বন্ধু। এদের দুজনকে বড় পর্দায় দেখার অপেক্ষায় আছে দর্শকও।

Adrit Roy: বরুণ ধাওয়ান অভিনীত ছবির গানে জমিয়ে নাচ পর্দার 'উচ্ছেবাবু'র, রইলো ভিডিও