সারা বিশ্বে অনেক প্রজাতির সাপ পাওয়া যায়, তাদের মধ্যে কেউ কেউ অবাক করে দেয়, আবার কোনো কোনো প্রজাতির একটি মাত্র আঘাতে যে কেউ প্রাণে মারা যেতে পারেন, তবুও কেউ কেউ তাদের জীবনের ঝুঁকি নিয়ে সাপ খায়। আবার অনেকেই এমন আছেন যারা সাপ নিয়ে খেলাও দেখান। মাঝে মধ্যেই এমন ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এমনই একটি ভিডিও দেখা যাচ্ছে, যাতে এক ব্যক্তিকে ঝাড়ু দিয়ে সাপকে টিজ করছেন। ভিডিওতে এরপর যা হয় তা দেখলে আপনার আত্মাও কেঁপে উঠতে বাধ্য।
সাপকে টিজ করার এই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে সাপের সঙ্গে খেলতে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ঝাড়ুর সাহায্যে একটি সাপকে জলে ফেলার চেষ্টা করছেন, তখনই সাপটি ওই ব্যক্তির এই কাজে রেগে যায় এবং উল্টো আক্রমণ করে। ভিডিওতে আরও দেখা যায়, একটি ঝাড়ুর সাহায্যে ব্যক্তিটি সাপটিকে বাতাসে ছুড়ে দেয়, যা সোজা গিয়ে ব্যক্তির বন্ধুদের উপর পড়ে। এ সময় ওই ব্যক্তিটির বন্ধুরা ভয়ে একেবারে চিৎকার করে ওঠেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @Gulzar_sahab নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ দেখেছেন। ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরাও হতবাক হয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন।
अरे उसके ऊपर क्यों फेंक दिया 🤣🐍 pic.twitter.com/Ju4PAmDtuf
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) December 14, 2022