মুম্বই: শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু তাও শিল্পা শেট্টি কুন্দ্রার এই দলকেই সমর্থন করছেন ভারতের মহিলা দলের বাঁহাতি ব্যাটসম্যান স্মৃতি মন্ধনা। কারণ, এই দলে খেলা একজন ক্রিকেটারের পাওয়ার হিটিং মনে ধরেছে স্মৃতির। আর তিনি হলেন সঞ্জু স্যামসন। গতবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা সঞ্জু স্যামসনকে গোলাপি দলের জন্য কিনে নিয়েছে দলের কর্ণধার রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি কুন্দ্রা। আর তারপর থেকেই দলের এক ব্রম্ভাস্ত্র হয়ে উঠেছেন তিনি। আর তাতেই আপাতত মজেছেন ভারতীয় মহিলা দলের এই বাঁহাতি ওপেনার।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত তিন ম্যাচে ১৬৭ রান করেছেন সঞ্জু স্যামসন। শুধুমাত্র নাইটদের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেননি এই তরুণ তারকা। বাকি দুটি ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসঞ্জু একমাত্র রাজস্থান রয্যালসে রয়েছেন বলে এই দলকে আইপিএলে সমর্থন করছেন স্মৃতি। যদিও এই দলকে বেশি পছন্দ হলেও অন্যান্য দলের অন্যান্য ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে তিনি সেগুলো শেখার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন। বরাবরই ভারতীয় মহিলা দলের এই ক্রিকেটারকে যথেষ্ট হাসিখুশি থাকতে দেখা গিয়েছে। আর এবারও তার অন্যথা হল না। স্যামসনের পাওয়ার হিটিং তিনি খুব উপভোগ করছেন বলেও জানিয়েছেন। সব মিলিয়ে নামজাদা-খ্যাতনামা ক্রিকেটারদের মধ্যে এই তরুণ ক্রিকেটার নিজের পারফরম্যান্স দিয়ে ভারতের মহিলা দলের বাঁহাতি ওপেনারের মন জয় করে নিয়েছেন, তা বলাই যায়।