বিরিয়ানির প্লেটে জবরদস্ত আলু। কষা মাংস হোক বা নিরামিষ তরকারি কিংবা মুচমুচে আলু ভাজা, সবেতেই আলু একটা ম্যাজিক। কিন্তু, জানেন কি এই আলু শুধু পাতে সেরা নয়, আপনার রূপের চমকও বাড়িয়ে দিতে পারে? এই প্রতিবেদনে দেখবো একটি আলু কিভাবে মুখের কালো দাগ তুলে দিতে পারে ও মুখের জেল্লা বাড়াতে পারে। তাহলে, দেখে নিন ঘরোয়া আলু ফেসিয়াল।
Cleansing with potato – ফেসিয়ালের প্রথম ধাপ হল মুখ পরিষ্কার করা অর্থাৎ ক্লিঞ্জিং। এর জন্য একটি গোটা কাঁচা আলুর খোসা ছাড়িযে কেটে মিক্সিতে দিতে হবে। আলুর জুস ছেঁকে বের করে রাখতে হবে। অন্য পাত্রে ১ চামচ লেবুর রস, ২ চামচ আলুর জুস, ১ চামচ কাঁচা দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। কটন বল দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowScrubbing with Potato – একটি পাত্রে নিতে হবে ১ চামচ চালের গুঁড়ো, ২ চামচ আলুর জুস, ১ চামচ টক দই।সবকিছু ভালো করে মিশিয়ে মুখে মেখে ভালো করে আঙ্গুল দিয়ে ঘষতে হবে। এতে করে মুখ আরো পরিষ্কার হবে ও কালো দাগ ছোপ উঠে যাবে।
Massage with potato: শরীরের যেকোনো স্থানে যত বেশি ম্যাসাজ করা যাবে, রক্ত সঞ্চালন তত ভালো। মুখের ম্যাসাজের জন্য, একটি পাত্রে ২চামচ আলুর জুস, ১ চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ অলিভ বা নারকেল তেল মিশিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করতে হবে। এতে করে রক্ত সঞ্চালন বাড়বে, মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
Potato Face pack: ম্যাসাজের পর একটা ফেস প্যাক বানাতে হবে। তাহলেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে ফলাফল পাবেন হাতেনাতে।এক্ষেত্রে, প্রথমে একটি পাত্রে ২ চামচ কাঁচা আলুর পেস্ট নিতে হবে, জুস নয়। ১ চামচ চন্দন পাউডার, ২ চামচ কাঁচা দুধ, ১ চামচ লেবুর রস ( নাও দিতে পারেন)। সব মিশিয়ে মুখে মাখতে হবে। ১৫ মিনিট রাখার পর ধুয়ে নিতে হবে। এই চারটি উপায় অবলম্বন করলে মুখ হয়ে উঠবে উজ্জ্বল ও তারুণ্যে ভরপুর।