Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Skin Care Tips: কালো দাগ দূর হবে টমেটোর সাহায্যে, এইভাবে ব্যবহার করুন

ব্রণর সমস্যা বর্তমান প্রজন্মের কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। অতিরিক্ত পরিবেশ দূষণ, অনিয়মিত ও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া, পর্যাপ্ত জল না খাওয়া ব্রণর অন্যতম কারণ। তবে পরে সেই ব্রণ…

Avatar

ব্রণর সমস্যা বর্তমান প্রজন্মের কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। অতিরিক্ত পরিবেশ দূষণ, অনিয়মিত ও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া, পর্যাপ্ত জল না খাওয়া ব্রণর অন্যতম কারণ। তবে পরে সেই ব্রণ কমে গেলেও তার দাগ থেকে যায় দীর্ঘদিন, যা একজনের মুখের সৌন্দর্য নষ্ট করার জন্য কাফি। তবে এই দাগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব। আর সেক্ষেত্রে টমেটো অন্যতম কার্যকরী একটি জিনিস। এই নিবন্ধের সূত্র ধরে মুখের দীর্ঘস্থায়ী ব্রণর দাগ দূর করতে কিভাবে টমেটো ব্যবহার করবেন! সে কথাই বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

১) টমেটোর রস- একটি প্রমাণ সাইজের গোটা টমেটো ভালো করে পিষে রস বার করে নিতে হবে। এরপর সেটি তুলোর সাহায্যে লাগিয়ে নিতে হবে গোটা মুখে। ১০ মিনিট হাত দিয়ে ম্যাসাজ করতে হবে মুখে। নির্ধারিত সময় অতিক্রান্ত হলে পরিস্কার জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিলেই কাজ শেষ। এটি প্রতিদিন ব্যবহার করা যায়। বেশ কয়েকদিন এটি ব্যবহার করলেই তফাৎ নজরে আসবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) টমেটো ও টক দই- টমেটোর পাল্প ও টক দই মুখের কালো দাগ কিংবা ব্রণর দাগ দূর করতে ভীষণভাবে কার্যকরী। প্রথমে একটি পাত্রে ২ টেবিল চামচ টমেটোর পাল্প ও ২ টেবিল চামচ টক দই নিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে ১ চা চামচ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সেই প্রলেপ গোটা মুখে লাগিয়ে ১৫ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। পর্যাপ্ত সময় অতিক্রান্ত হলে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিলেই কাজ শেষ। এটি বেশ কয়েকদিন ব্যবহার করলেই মুখের দীর্ঘস্থায়ী কালো দাগ ধীরে ধীরে অদৃশ্য হবে। উল্লেখ্য, টক দইতে ল্যাকটিক অ্যাসিড ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান বর্তমান, যা ত্বকের জন্য উপকারী।

৩) টমেটো ও মধু- প্রথমে একটি পাত্রে ১ টেবিল চামচ টমেটোর পাল্প ও এক চা চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণ গোটা মুখে লাগিয়ে ১৫ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিলেই কাজ শেষ। উল্লেখ্য, মধুতে আন্টি-ব্যাকটেরিয়াল উপাদান বর্তমান, যা মুখের দীর্ঘস্থায়ী দাগ অদৃশ্য করার পাশাপাশি নতুন করে ব্রণ উঠতেও বাধা দেয়।

About Author