বর্তমানের কর্মব্যস্ত জীবনে কাজের ফাঁকে আলাদা করে নিজের ত্বকের যত্ন নেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে আজকের দূষণে ভরা পরিবেশে ত্বকের যত্ন নেওয়া ভীষণভাবে প্রয়োজনীয়। সময়ের অভাবে ত্বকের যত্ন নিতে চিকিৎসক কিংবা কোন বিউটি পার্লারের দ্বারস্থ হন বেশিরভাগই। তবে সেক্ষেত্রে একাধিক কেমিক্যালযুক্ত উপাদান ত্বকের উপর ব্যবহার করা হয়ে থাকে। আর যার ফলস্বরূপ নানা সমস্যা দেখা দেয় খুব অল্পসময়ের মধ্যেই।
অনেক সময়ে অনিয়মিত খাওয়া দাওয়া, দূষিত পরিবেশ, পর্যাপ্ত জল না খাওয়া ত্বকের সমস্যার কারণ হতে পারে। এক্ষেত্রে মুখে প্রকট হয় ব্রণর সমস্যা। তবে ত্বকের একাধিক সমস্যা দূর করতে মধু সবথেকে বেশি কার্যকরী। এই নিবন্ধের সূত্র ধরে মধু দিয়ে তৈরি ৪’টি ফেস স্ক্রাবের কথা বলা হয়েছে, যা ত্বকের একাধিক সমস্যা সমাধানে ভীষণভাবে কার্যকরী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১) ময়দা, দুধ ও মধু- প্রথমে একটি পাত্রে পরিমাণমতো ময়দা, দুধ ও মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণ মুখ ও ঘাড়ে ভালোভাবে লাগিয়ে শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। পরে পরিষ্কার জলের সহায়তায় মুখ ওভার ভালোভাবে ধুয়ে নেওয়া প্রয়োজন। সপ্তাহে একবার এই স্ক্রাব ব্যবহার করলেই হবে। আর এই স্ক্রাবের মাধ্যমে ত্বকের হারানো উজ্জ্বলতাও ফিরে আসে।
২) মধু ও চিনি- একটি পাত্রে পরিমাণমতো চিনি ও মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণ ভালোভাবে লাগিয়ে শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়েই মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। সপ্তাহে এই স্ক্রাব দু’বার ব্যবহার করলেই চলবে। এটি ত্বকের ময়লা পরিষ্কার করতে ভীষণভাবে কার্যকরী। ত্বককে গভীরভাবে পরিষ্কার করার পাশাপাশি এটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও সহায়ক।
৩) মধু ও দই- প্রথমে একটি পাত্রে দুই চামচ টক দই, এক চামচ মধু, এক চামচ অলিভ অয়েল ও পরিমাণমতো চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এরপর সেই মিশ্রণ ভালোভাবে মুখে লাগিয়ে শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। এই ফেসস্ক্রাবে ত্বককে গভীর থেকে পরিষ্কার করার বৈশিষ্ট্য রয়েছে।
৪) চালের গুঁড়ো ও মধু- প্রথমে একটি পাত্রে এক চামচ চালের গুড়োর সাথে অল্পপরিমাণে মধু যোগ করে ভালোভাবে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। এই ফেসস্ক্রাব ত্বকের দীর্ঘস্থায়ী দাগ দূর করতে ভীষণভাবে কার্যকরী। ত্বকের দাগ দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও এটি কার্যকরী।