জীবনযাপন

Skin Care Tips: বেসনে দুটি জিনিস মিশিয়ে মুখে লাগান, চাঁদের আলোও ম্লান হয়ে যাবে আপনার সামনে

Advertisement

Advertisement

বর্তমান যুগে দাঁড়িয়ে আজকের প্রজন্মের কাছে নিজের কিংবা ত্বকের যত্ন নেওয়ার অঢেল সময় বর্তমান নেই। তবে এই নিত্য দূষণের মাঝে ত্বকের সামান্যতম যত্ন না নিতে পারলে ক্ষতি হবে নিজেরই। এক্ষেত্রে অনেকেই ছুটির দিনে পার্লারে গিয়ে নানা ধরনের ফেসপ্যাক ও মাসাজের সহায়তা নিয়ে দীর্ঘসময় পর্যন্ত ত্বকের যৌবনতা ধরে রাখতে চান। তবে অনেকক্ষেত্রে সেইসমস্ত কেমিক্যাল মিশ্রিত ফেসপ্যাক আরো বেশি করে ত্বকের ক্ষতি করে থাকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই ঘরোয়া পদ্ধতিতে স্বল্পসময়ে ফেসপ্যাক তৈরি করতে চান উজ্জ্বল ও সতেজ ত্বকের জন্য। এক্ষেত্রে বেসন যে অন্যতম একটি সহজলভ্য বস্তু, সেকথা জানা নেই অনেকেরই। এবার এই নিবন্ধের সূত্র ধরেই সেই প্রসঙ্গ নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে।

Advertisement

বেসনে দুটি জিনিস মিশিয়ে ফেসপ্যাক লাগালেই দূর হবে ত্বকের দীর্ঘস্থায়ী সমস্যা, জানুন-

Advertisement

উপকরণ-
১) দু চামচ বেসন
২) দু চামচ টক দই
৩) আধা চামচ হলুদ গুঁড়ো

Advertisement

পদ্ধতি-
উপরিউক্ত উপকরণ তিনটি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঘন প্রলেপ তৈরি করে নিতে হবে। এরপরে সেই প্রলেপ ভালো করে গোটা মুখে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য শুকানোর সময় দিতে হবে। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে মুখ। এই ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার পাশাপাশি ত্বকের একাধিক সমস্যা দূর করতেও সহায়তা করে থাকে। সপ্তাহে যদি অন্তত একবার এই ফেসপ্যাক ব্যবহার করা হয় তবে তফাৎ নজরে আসবে।

এছাড়াও,
১) ত্বকের উজ্জ্বলতার জন্য বেসনের মধ্যে হলুদ ও দুধ মিশিয়েও ফেসপ্যাক তৈরি করা সম্ভব।

২) বেসনের মধ্যে পরিমাণমতো অ্যালোভেরা জেল মিশিয়ে একটি ঘন ফেসপ্যাক তৈরি করা সম্ভব। অতিরিক্ত ঘন হয়ে গেলে তার মধ্যে অল্পপরিমাণে জল মেশানো যেতে পারে। এই ফেসপ্যাক ত্বকের কোমলতা বজায় রাখার পাশাপাশি উজ্জ্বলতাকে দৃঢ় করে।

৩) ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ও আঠালো ভাব দূর করতে বেসনের মধ্যে পরিমাণমতো গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করা যায়, যা এই দুটি সমস্যা থেকে মুক্তি দিতে কার্যকরী।

Recent Posts