ফারাক্কা : প্রতিনিয়ত পথ দুর্ঘটনার খবর লেগেই আছে।সম্প্রতিকালে বাস দুর্ঘটনা এক নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যার ফলে প্রাণ যাচ্ছে বহু মানুষের। আজ আবারও এক বাস দুর্ঘটনার সাক্ষী হল ফারাক্কাবাসী।
আজ শনিবার সকাল নাগাদ এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনাটি ঘটেছে ফারাক্কার কাছে। সূত্রের খবর শিলিগুড়ি থেকে মুর্শিদাবাদগামী এক বাসের সাথে বিপরীত দিক থেকে আসা এক তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ফারাক্কার এনটিপিসি মোড়ের এই দুর্ঘটনাটি ঘটে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদুর্ঘটনাটির পরেই স্থানীয় মানুষ দুর্ঘটনাগ্রস্ত এলাকায় তৎক্ষণাৎ ছুটে আসেন। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হোন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটিতে তিনজন যাত্রী দুর্ঘটনাগ্রস্ত স্থানে মারা যান। এছাড়া বহু মানুষ গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
পুলিশ এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে বাসচালক সহ আরো দুজনের মৃত্যু হয়। ঘটনায় ১১ জন গুরুতর ভাবে আহত এবং বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এই ঘটনার পরেই পুলিশ বিশদ জানার জন্যে তদন্তে নেমেছে।