Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তুর্কি সেনার হাতে গ্রেপ্তার শীর্ষ আইসিস নেতার বোন, জানা যেতে পারে বুহু গোঁপন তথ্য

Updated :  Tuesday, November 5, 2019 11:42 AM

সোমবার রাতে অতর্কিতে হানা দিয়ে আইসিস নেতা আবু বকর আল বাগদাদির বোনকে গ্রেপ্তার করল তুর্কি সেনা। গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী ও জামাইকে। বছর পঁয়ষট্টির রেশমিয়া আওয়াদ নামে বাগদাদির এই বোনকে সিরিয়ার সীমান্তবর্তী শহর আজাজ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার সাথে পাঁচজন শিশুও ছিল বলে জানা গেছে। শীর্ষস্থানীয় জঙ্গি নেতার বোনকে জিজ্ঞাসাবাদ করছে তুর্কি সেনা। এক সেনা আধিকারিক জানিয়েছেন, ‘আমরা আশা করছি বাগদাদির বোনের কাছ থেকে গোয়েন্দারা আইসিসের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।’

প্রসঙ্গত, বেশ কিছু দিন আগে শীর্ষস্থানীয় আইসিস নেতা বাগদাদি নিজের বন্দুকের গুলিতে প্রাণ হারান। আমেরিকার সেনাবাহিনী তাকে চারদিক থেকে ঘিরে ধরলে শেষ পর্যন্ত নিজেকে গুলি করেন তিনি। তখনই আইসিসের কার্যকলাপে কিছুটা ভাটা পড়েছিল। এবার তার বোন সহ আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হওয়ায় আইসিসের মতো জঙ্গি সংগঠনের কোমর ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।