Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Babul Supriyo: ১৪ বছর পর কামব্যাক টলিউডে, দেবচন্দ্রিমার বিপরীতে নায়কের ভূমিকায় বাবুল সুপ্রিয়

Updated :  Sunday, January 23, 2022 9:30 AM

বাঙালি গায়ক এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা হিসেবে এতদিন পরিচিতি ছিল বাবুল সুপ্রিয়র। তবে সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন উঠেছে যে টলিউডের পর্দায় এবার দেখা যাবে এই গায়ক অভিনেতাকে। বাবুল সুপ্রিয় অভিনয় করবেন ধারাবাহিকে, বয়স্ক এক নায়কের ভূমিকায়। অবশ্য অভিনেতা হিসেবে বাবুল সুপ্রিয়র এই প্রথম আত্মপ্রকাশ নয়। এরআগে তরুণ মজুমদারের ‘চাঁদের বাড়ি’ সিনেমার নায়ক ছিলেন তিনি। তবে সিনেমার পর্দাতে এর আগে কাজ করা হলেও, ধারাবাহিকের ছোটপর্দা এই প্রথম বাবুল সুপ্রিয়র জন্য।

১৪ বছর আগে ২০০৭ সালে তরুণ মজুমদারের পরিচালনায় ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে সিনেমার পর্দায় প্রথম নায়ক হিসেবে কাজ করেছিলেন বাঙালি গায়ক বাবুল সুপ্রিয়। তারপর চলতি বছরে নায়ক হিসাবে আবার ফিরছেন তিনি। ৫১ বছর বয়সে ধারাবাহিকের পর্দার নায়ক হিসেবে অভিষেক হবে তাঁর। জানা গিয়েছে, পরিচালক রাজ চক্রবর্তী পরিচালনায় স্টার জলসার নতুন ধারাবাহিকে অভিনয় করছেন বাবুল সুপ্রিয়। ধারাবাহিকে বাবুলের বিপরীতে রয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।

নতুন ধারাবাহিকের প্রেক্ষাপট অসমবয়সী প্রেম। ধারাবাহিকে বাবুলের কথা ভেবে গানের পরিবেশ রাখা হয়েছে। ধারাবাহিকের গানের দায়িত্ব সম্ভবত পালন করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়া কাহিনী চিত্রনাট্য লেখার জন্য মুম্বাইয়ের জনপ্রিয় লেখক চিত্রনাট্যকারকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। বাবুলের বিপরীতে রয়েছেন ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের চারু ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায়।

ধারাবাহিক প্রসঙ্গে মুখ খুলতে নারাজ বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী। তবে জানা গেছে, গত বুধবার আসন্ন ধারাবাহিকের লুক সেট হয়েছে। আর লুক সেটের জন্যই স্টুডিওতে এসেছিলেন বাবুল সুপ্রিয়। এবার বাবুল অভিনীত অসমবয়সী প্রেমের প্রেক্ষাপট দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারবে, সেটাই দেখার।