Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bollywood: চোখে-মুখে দুষ্টুমি মাখা ছোট্ট কন্যে আজ বলিউডের অভিনেত্রী, পারলেন চিনে নিতে?

Updated :  Thursday, December 23, 2021 9:08 AM

প্রায় ৬০ বছরের পুরোনো সাদা-কালো ছবি! শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছেনজর এড়ায়নি পরিপাটি করে বিনুনি বাঁধা চুলে লাগানো রয়েছে মাথার ফিতে। আর এই ছবি থেকেই দেখা যাচ্ছে ক্যামেরা থেকে নজর সরিয়ে নিয়ে দুষ্টু চোখে বহু কষ্টে হাসি চেপে রেখেছেন ছোট্ট মেয়েটি। তবে এই মেয়েকে আজ সকলেই চেনে। বলিউডে নিজের কাজ দিয়ে করেছে পাকাপোক্ত জায়গা।

আর সেই অভিনেত্রীর ৬০ বছর পুরোনো ছবি ভাইরাল নেট দুনিয়াতে। ভাবছেন তো কার কথা বলছি। আম বলছি বলিউডের অন্যতম ট্যালেন্টেড লেজেন্ড অভিনেত্রী কিরণ খের। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট কিরণের গায়ে চাপানো স্কুলের পোশাক। আর কালো ফ্রক ও সেই রঙের সোয়েটারের সঙ্গে সাদা শার্ট পড়া । আর শীতের সোয়েটারের ভিতর থেকে উঁকি দিচ্ছে সাদা শার্টের পিটার প্যান কলার। আর সোয়েটার উপর ঠিক বুক পকেটের একটু উপরে পরিপাটি করে লাগানো আছে সাদা ধবধবে একটা রুমাল। এই ছবি অভিনেত্রী তথা সংসদ অভিনেত্রী কিরণ খেরের এই ছোটবেলার মিষ্টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রীর ছেলে তথা বলি-অভিনেতা সিকন্দর খের। 

এই ছবির সঙ্গে ক্যাপশনে সিকন্দর ছোট্ট করে লিখেছেন ‘আমার মা’। এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। সিকন্দরের এই পোস্ট করামাত্রই ছোট্ট কিরণের উদ্দেশ্যে ভালোবাসা ও শুভেচ্ছা উপুড় করে দিয়েছে নেটিজেন থেকে শুরু করে বহু বলি-ব্যক্তিত্বরা। এদিন শ্বেতা বচ্চন থেকে শুরু রাহুল খান্না ছোট্ট কিরণকে দেখে কমেন্টে টুকটুকে লাল রাঙা হৃদয়ের আকারের চোখের ইমোজি দিয়ে নিজেদের ভালোবাসা জাহির করেছেন

এটুইটারে বেশ সক্রিয় থাকেন অনুপম-কিরণ পুত্র সিকন্দর খের। নিজেদের ছবি শেয়ারের পাশাপাশি চারিদিকে হওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে পোস্ট করেন। গত কয়েক মাস ধরেই ব্লাড ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী তথা রাজনীতিবিদ কিরণ খের। ক্যানসারের চিকিৎসার বেশ কিছু তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সিকন্দর। কিছুদিন আগেই অভিনেতা জানিয়েছিলেন আগের থেকে এখন অনেক ভালো রয়েছেন তাঁর মা। বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’-য়ে শিল্পা শেট্টি এবং র‍্যাপার বাদশার সঙ্গে অতিথি বিচারক হিসেবে দেখা গিয়েছে অভিনেত্রীকে।