Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শুভশ্রীর কোলে ছোট্ট য়ুবান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Updated :  Tuesday, September 15, 2020 12:02 PM

১২ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়ে ছবি পোস্ট করেছিলেন রাজ-শুভশ্রী সোশ্যাল মিডিয়ায়। এরপরেই য়ুবান-এর ছবি ভাইরাল হতে শুরু করে। শুভশ্রীর ফ্যানেরা য়ুবানের জন্য একাধিক পেজ তৈরি করে যেখানে শুভশ্রী ও য়ুবানের নানান মিষ্টি মধুর ছবি আপলোড হতে শুরু করে।
শুভশ্রীর কোলে ছোট্ট য়ুবান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

কখনো শুভশ্রী ছেলের কপালে এঁকে দিচ্ছেন ভালোবাসার চুম্বন তো কখনো ছেলের হাত ধরে কিছুটা সময় কাটাচ্ছেন।

শুভশ্রীর কোলে ছোট্ট য়ুবান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

শুধুই কি মায়ের সঙ্গে পোজ দিয়েছেন ছোট্ট য়ুভান! তা নয়। বাবা রাজ চক্রবর্তীর কোলেও আদরে সন্তুষ্ট ছেলে। তাইতো কখনো মা কখনো বাবা আর কখনো মিষ্টি দিদিভাইয়ের কোলেও ঘুরপাক খাচ্ছে য়ুভান।

শুভশ্রীর কোলে ছোট্ট য়ুবান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

শুভশ্রীর কোলে ছোট্ট য়ুবান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

তিনদিন মাত্র বয়স যুবানের, আর তাতেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে সে। এই ছেলের জন্যেই মিমি শুভশ্রীর জটিল অঙ্ক অনেকটা সমাধান হয়ে গেছে। এখন এঁকে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে আর য়ুবান আসাতে রাজ-শুভশ্রী-মিমির রসায়নেও অনেকটা বদল এসেছে।