২০২১ সাল গত বছরের থেকে আরো বেশি ভয়ঙ্কর। বিনোদন জগতে একের পর এক খারাপ খবর। একের পর এক সেলিব্রেটি নিজের কাছের মানুষকে হারিয়েছেন। স্বজন হারানোর কষ্ট যে কতটা বেদনাদায়ক তা সকলেরই জানা।
সম্প্রতি এরকম এক কাছের মানুষকে হারালেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। সম্পর্কে ভাই বোন হলেও ছিল খুব ভালো বন্ধু। আর সেও বন্ধুকে হারিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই শোক প্রকাশ করলেন অভিনেত্রী। অভিনেত্রী নিজের এই বন্ধুর মৃত্যুর পর একটি লম্বা পোস্ট করেছেন। এই পোস্টে শ্রীমা রীতিমতো আবেগঘন হয়ে পড়েছেন। মৃত ব্যক্তির নাম স্নেহাশিস বসু। এই যুবক অভিনেত্রীর নিজের ভাই ছিলনা। কাজের সূত্রে আলাপ।
রক্তের সম্পর্ক না থাকলেও দুজন দুজনের খুব ভালো বন্ধু ছিল। এক দুর্ঘটনায় প্রাণ চলে যায় স্নেহাশিষ। আর তা মেনে নিতে পারছেনা অভিনেত্রী।এই যুবকের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্ত শ্রীমা শেয়ার করেছেন। শ্রীমা লিখছেন, ভালো থাকিস ভাই স্নেহা। এখনও মেনে নিতে পারছিনা। এখনো অনেক কিছু বাকি রয়ে গেল। তিনি আরো লিখছেন, পরিযায়ী পাখিদের ঠিকানা…আমি তোর সাম্রাজ্যে বয়ে চলা এক প্লাবন নদী। তুই হলি উপন্যাসের গল্প আর আমরা এক অধ্যায়। শ্রীমার এই পোস্টে কমেন্ট সেকশানে গীতশ্রীও শোক প্রকাশ করেছেন। তিনিও বিশ্বাস করতে পারছেননা। আরো অনেক অনুগামী শোক প্রকাশ করেছেন। নিমেষে ভাইরাল হয় এই আবেগঘন পোস্ট।
গত এপ্রিল মাসে কোভিড পজিটিভ হয়েছিলেন অভিনেত্রী শ্রীমা। আর সে কথা নিজেই নিজের অনুগামীদের সাথে শেয়ার করেছিলেন। এর মাঝেই তাঁর বাবা-মা, ভাইও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিছুদিন আগেই তাঁদের সকলের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে অভিনেত্রী ও তাঁর পরিবার এখন করোনাকে হারিয়ে পুরোপুরি সুস্থ আছেন। তবে করোনার বাড়বাড়ন্তে এখন অভিনেত্রী ফের ঘরবন্দী আছেন। এখন কোনো ধারাবাহিকে অভিনয় করছেননা। শেষবার বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকে অভিনয় করে ছিলেন।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases