Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোভন-বৈশাখী, তৃণমূলে প্রত্যাবর্তনের ইঙ্গিত?

Updated :  Tuesday, June 15, 2021 9:01 AM

বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল শোভন এবং বৈশাখী তৃণমূলে আসার জন্য পরিকল্পনা করছেন। আর এবারে এই পরিকল্পনা বাস্তবের রুপ নিতে চলেছে। সমস্ত জল্পনা উস্কে দিয়ে এবারে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী পৌঁছে গেলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতে। রবিবার দুপুরে পার্থ চট্টোপাধ্যায় এর মা প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর।

সেই সময় পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন করেছিলেন তৃণমূলের বহু নেতা নেত্রী। তার সাথেই গতকাল পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই তার তৃণমূলে ফেরার জল্পনা আসতে আসতে তীব্র হতে শুরু করে দিয়েছে। আর এবারে অন্য আরেক নেতা এবং তার বান্ধবী অর্থাৎ শোভন এবং বৈশাখী গেলেন পার্থর বাড়িতে তার সাথে দেখা করতে।

সূত্রের খবর অনুযায়ী, সোমবার রাত ৮ টা ২৫ মিনিটে পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতে যান শোভন এবং বৈশাখী। প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে তারা কথা বলেন পার্থর সঙ্গে। তার মায়ের ব্যাপারে কথা হয় বলে জানা গেছে। তবে শুধুই কি মায়ের ব্যাপারে কথা হলো, নাকি তৃণমূলে ফেরা নিয়েও কথা হয়েছে দুজনের মধ্যে?

এবারে বিধানসভা নির্বাচনে কোনো আসনে শোভন কিংবা বৈশাখীকে প্রার্থী করেনি গেরুয়া শিবির। তার আগে থেকেই শোভন এবং বৈশাখী যেনো এই বিজেপিতে খাপ খাচ্ছিলেন না। প্রার্থীপদ না পাওয়ায় ক্ষোভে রাগে সেদিন রাতেই দলত্যাগ করেন শোভন এবং বৈশাখী। তারপর থেকে তাদের দুজনকে কোনো রাজনৈতিক পার্টির সঙ্গেই দেখা যাচ্ছেনা। তবে আবার তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয় নারদ কাণ্ডে গ্রেফতারির পরে।

সিবিআই যখন শোভনকে গ্রেফতার করে নিয়ে যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কথা বলেছিলেন। এরপর বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সি প্রশংসা। আর এবারে সরাসরি পার্থ চট্টোপাধ্যায় এর সঙ্গে সৌজন্য স্থাপন, সব দেখেই রাজনৈতিক মহলের ধারণা আবার তৃণমূলে ফিরতে চলেছেন মমতার প্রিয় কানন, এবং তার প্রাণের বান্ধবী বৈশাখী।