Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভরদুপুরে নৈহাটিতে শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

নৈহাটি: বড়দিনের পরের দিন অর্থাৎ আজ, শনিবার নৈহাটিতে এক তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় এলাকা তোলপাড় হয়ে উঠেছে। দিনে দুপুরে এই ঘটনা অবাক করেছে এলাকাবাসীদের। জানা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়া তৃণমূল…

Avatar

নৈহাটি: বড়দিনের পরের দিন অর্থাৎ আজ, শনিবার নৈহাটিতে এক তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় এলাকা তোলপাড় হয়ে উঠেছে। দিনে দুপুরে এই ঘটনা অবাক করেছে এলাকাবাসীদের। জানা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়া তৃণমূল কর্মীর নাম রাজেশ সাউ। গুলিবিদ্ধ হওয়ার পর তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক।  ঘটনাটি ঘটেছে নৈহাটির গৌরীপুর জুটমিলের সামনে।

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। যদিও স্থানীয় বিধায়ক দাবি করেছেন, এই খুনের সঙ্গে কোনও রাজনৈতিক যোগসুত্র নেই। পুলিশ ও পরিবার সূত্রে খবর, সন্তোষ যাদব নামে ফোন আসে তৃণমূল কর্মী রাজেশের কাছে। ওই সন্তোষ নিজেও একজন তৃণমূল কর্মী বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তার ফোন পেয়ে রাজেশ বাড়ি থেকে বেরিয়ে যান। আৎ তারপরই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দিন কয়েক আগে জুটমিলের সামনে একটি মদের ঠেক ভাঙা হয়েছিল। রাজেশ ওই কাজে পুলিশকে সহযোগিতা করেছিলেন বলে মনে করেছে সন্তোষ। তাই তাঁর ওপর আক্রোশ ছিল। সেই আক্রোশ বশতই এই খুনের চেষ্টা বলে মনে করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাই গুলিবিদ্ধ হওয়া তৃণমূল কর্মীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, সন্তোষ যাদব পরিকল্পনা করেই এই কাজ করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ওই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা দেখা হচ্ছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেছে। আর কোনও গোলমাল হবে না বলে দাবি করেছে।

About Author