Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শোয়েব আখতারের টুইটের জবাব দিয়ে বিপদে মোহাম্মদ সামি, উত্তেজনা ছড়ালো শাহীদ আফ্রিদির মন্তব্যে

টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর শেষ হতে না হতেই যেন কথার তীর ছুটতে শুরু করেছে পার্শ্ববর্তী দুই দেশ ভারত-পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের লজ্জা জনক পরাজয় এবং ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হার…

Avatar

টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর শেষ হতে না হতেই যেন কথার তীর ছুটতে শুরু করেছে পার্শ্ববর্তী দুই দেশ ভারত-পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের লজ্জা জনক পরাজয় এবং ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হার দুই দলকে একপ্রকার একই আসনে বসিয়েছে। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শোয়েব আখতার দুঃখজনক একটি টুইট পোস্ট করেছেন। এদিকে সেই পোষ্টের জবাব দিয়ে বিপদে পড়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

আসলে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর শোয়েব আখতার তার ব্যক্তিগত টুইট একাউন্টে একটি ভাঙা হৃদয়ের ইমোজি শেয়ার করেছিলেন। বিশ্বকাপের ফাইনালে একটুর জন্য পাকিস্তানের পরাজয়ে তার হৃদয় ভেঙেছে, এমনটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। তবে তার এই টুইটের জবাব দিতে গিয়ে ভারতীয় ক্রিকেটার মোহম্মদ সামি লিখেছেন, ‘দুঃখিত ভাই… এটাকে কর্ম বলে।’ শামির এই জবাবে রেগে যান শোয়েব আখতার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামির মন্তব্যের জবাবে এদিন শোয়েব আখতারের আরও একটি টুইট মেনশন করেছেন। তিনি ক্রিকেট বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকার হর্ষ ভোগলের টুইটটি শেয়ার করেছেন, যেখানে হর্ষ পাক দলের বোলিংয়ের প্রশংসা করছেন। এটি শেয়ার করে আখতার লিখেছেন যে এটিকে সেন্সিবল টুইট বলা হয়। পাশাপাশি মোহাম্মদ সামির টুইটের যোগ্য জবাব দিয়েছেন পাকিস্তানের আরও এক তারকা ক্রিকেটার শাহীদ আফ্রিদি।

তিনি মোহাম্মদ সামির টুইটের প্রতিউত্তরে লিখেছেন, ‘অবসরে গেলেও আপনার এটা করা উচিত নয়, তারপরও আপনি এখনো একটি দেশের জাতীয় দলের হয়ে খেলছেন, এসব এড়িয়ে চলা উচিত’। আফ্রিদি আরও বলেন, ‘আমরা ক্রিকেটাররা সাধারণ ক্রিকেটপ্রেমীদের কাছে রোল মডেলের মতো। ঘৃণা না বাড়িয়ে ক্রিকেটের আঙ্গিনাকে একত্রে জোড়া উচিত। আমরা যদি এটা করি তাহলে সাধারণ মানুষের কাছ থেকে কী আশা করা যাবে।’

About Author