অরূপ মাহাত: এনসিপি ও কংগ্রেসের দাবি ছিল এনডিএ-এর সাথে সম্পূর্ণ সম্পর্ক ত্যাগ করলে তবেই শিবসেনার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সমর্থন জানাবে তারা। সেই দাবি মেনে সোমবার এনডিএ-এর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন শিবসেনা। ইস্তফা দেন কেন্দ্রীয় মন্ত্রীসভায় শিবসেনার একমাত্র মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত। এরপরই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ঘোষনা করেন শিবসেনাকে সমর্থন করবে তারা।
সূত্রের খবর, শিবসেনা-এনসিপি একসঙ্গে সরকার গঠন করবে, বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শিবসেনার কেউ হলে, উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে এনসিপিকে। ‘অভিন্ন নূন্যতম কর্মসূচি’র ভিত্তিতে শিবসেনাকে সমর্থন কংগ্রেসের, এমনই খবর পাওয়া গেছে ১০ আকবর রোডের সদর দপ্তর থেকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকক বৃহত্তম দল হিসেবে মহারাষ্ট্রে সরকার গড়তে বিজেপি রাজ্যপালের আমন্ত্রণ ফিরিয়ে দেয় অমিত শাহের দল। এর পরই গতকাল দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে সরকার গড়তে শিবসেনাকে আমন্ত্রণ জানান রাজ্যপাল ভগত সিং কোশারী। আজ, সোমবার সন্ধ্যা ৭:৩০ এর মধ্যে শিবসেনার উত্তর জানাতে নির্দেশ দিয়েছিলেন তিনি। তার আগেই এদিন দুপুরে রাজ্যপালের সাথে দেখা করে সরকার গড়ার কথা জানান শিবসেনার আদিত্য ঠাকরে একনাথ শিন্ডে।