Shirshendu Mukherjee: প্রয়াত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায়

শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

Advertisement

প্রয়াত হলেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে সিওপিডি সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে মোটামুটি নটা নাগাদ নিজের বাসভবনে যোধপুর পার্কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যাচ্ছে মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। বার্ধক্য জনিত রোগের কারণে তার মৃত্যু হয়েছে বলে খবর।

Advertisement

সোনামন মুখোপাধ্যায় এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী শোক বার্তায় লিখেছেন, ‘ বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর সহধর্মীনি সোনামন মুখোপাধ্যায় প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ রাতে কলকাতায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে আশি-উত্তীর্ণা, সাহিত্য অনুরাগিণী এবং সাহিত্যব্রতী সোনামন মুখোপাধ্যায় সাহিত্যের রস আস্বাদনে পারঙ্গম ছিলেন। তিনি নিজেও সাহিত্যের আসরে স্বকীয় স্বাক্ষর রেখেছেন। একসময় শিক্ষকতা এবং সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার সঙ্গে আমার সম্পর্ক মধুর ছিল।’

Advertisement

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘ তার প্রয়াণ শিল্প ও সংস্কৃতি জগতে এক বিশেষ ক্ষতি। আমি শীর্ষেন্দুদা সহ সোনামন মুখোপাধ্যায়ের আত্মীয়-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

Advertisement

জানা যাচ্ছে তার মৃত্যুর সময় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার সঙ্গে ছিলেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রের খবর, কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রয়াত সোনামন মুখোপাধ্যায়ের।