Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sidharth-Shehnaaz: ‘আমাদের সম্পর্ক কখনওই ভাঙতে পারে না’, সিদ্ধার্থের সাথে ব্রেক আপ নিয়ে মুখ খুললেন শেহনাজ

Updated :  Thursday, November 4, 2021 8:03 AM

বিগ বস ১৩-এর জনপ্রিয় প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিল। এখানে খেলার মাঝেই দুজন দুজনকে ভালোবাসে। এই শো শেষ হওয়ার পর জুটি হিসেবে বিভিন্ন মিউজিক ভিডিয়োতে কাজ করেন। শোনা গিয়েছিল দুজনে খুব শীঘ্রই বিয়ে করতে পারবেন। সব চলছিল ভালো। এর মাঝেই দু-মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন বিগ বস ১৩ বিজয়ী। আর এরপরেই পুরোপুরি ভেঙে পড়েন পাঞ্জাবি অভিনেত্রী৷ সেই হাসি খুশি শেহনাজ আজ পুরো মনমরা৷ সিদ্ধার্থের মৃত্যুর পর পুরোপুরি ভেঙে পড়েন। বাড়িতেই থাকতেন অভিনেত্রী।

Sidharth-Shehnaaz: 'আমাদের সম্পর্ক কখনওই ভাঙতে পারে না', সিদ্ধার্থের সাথে ব্রেক আপ নিয়ে মুখ খুললেন শেহনাজ

তবে এই কঠিন সময়ে শেহনাজকে সামলেছেন প্রয়াত অভিনেতার মা রীতা শুক্লা। তিনি শেহনাজকে বুঝিয়ে কাজে ফিরিয়েছেন। ধীরে ধীরে কাজে ফিরলেও শেহনাজের মুখে পুরোনো হাসিটা আর নেই৷ সম্প্রতি নিজের মনের মানুষকে সিদ্ধার্থ শুক্লকে উৎসর্গ করে এই গান ও গেয়েছেন। এরপরেই তিনি বলেন,সিদ্ধার্থ তাঁর সঙ্গেই রয়েছেন৷ প্রয়াত প্রেমিকের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘তু ইয়েহি হ্যায়’। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সেই নতুন গান।

মুখে হাসি না থাকলেও চেনা ছন্দে ফিরছেন শেহনাজ। বিভিন্ন সংবাদসম্মেলনে পাপারাৎজিদের মুখোমুখি হতে দেখা যাচ্ছে শেহনাজকে। সম্প্রতি জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিদ্ধার্থের সঙ্গে তাঁর ব্রেকআপ নিয়ে প্রশ্ন করা হয়৷ এবার নিজেদের সম্পর্কের ব্রেক আপকে গুজব বললেন। তিনি হেসে বলেছিলেন- ‘ওরা বলে আমার ব্রেকআপ হয়েছে বলছে। যা কখনও ঘটেনি’। অভিনেত্রীর আচরণেই বোঝা গিয়েছে, এই ধরণের গুজবে পাত্তা দেননা তিনি। সিদ্ধার্থের মৃত্যুর পরই সম্পর্কের বন্ধনকে অটুট বলে দাবি করেছেন তিনি।

Sidharth-Shehnaaz: 'আমাদের সম্পর্ক কখনওই ভাঙতে পারে না', সিদ্ধার্থের সাথে ব্রেক আপ নিয়ে মুখ খুললেন শেহনাজ

সিদ্ধার্থের মৃত্যুর পর একবারে ভেঙে যেতে দেখা শেহনাজ গিলকে। নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন তিনি। এমনকি মাস দেড়েক নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন নায়িকা। এরপরই পঞ্জাবি ছবি ‘হসলা রাখ’এর প্রোমোশনে দেখা মেলে শেহনাজের। প্রেমিকের মৃত্যুশোক কাটিয়ে ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি।

 উল্লেখ্য, সম্প্রতি নতুন ছবি ‘হসলা রাখ’এর প্রচারে ক্যামেরার সামনে দেখা গিয়েছে শেহনাজকে। তবে বরাবার যে হাসি মজা করে থাকতে ভালোবাসতো যে শেহনাজনক তাঁকে একেবারে অন্য রূপে দেখা যায়। তাঁর মুখে হাসি একেবারেই ফিকে ছিল। অনুরাগীরা চমকে উঠেছিলেন অভিনেত্রীকে দেখে।সেই হাসিখুশি ভাব একেবারে হারিয়ে গিয়েছিল। যদিও এইসময় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন শেহনাজ আর্মিরা। টুইটারে ট্রেন্ড করেছিল ‘হন্সলা রাখ শেহনাজ’। শেহনাজ-ভক্তরা বুঝিয়ে দিয়েছিলেন এই দুঃসময়ে তাঁরা পাশেই আছেন তাঁর। আর এই সিনেমাটি বক্স অফিসে বেশ হিট হয়।