Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shashi Tharoor: ‘কে বলে লোকসভা… আকর্ষণীয় জায়গা নয়?’, মিমি-নুসরতদের সঙ্গে সেলফি পোস্ট করে ফের ট্রোলড শশী

আড়াই মাস আগে কাশ্মীরের বুকে কংগ্রেস সাংসদ শশী থারুর কন্ঠে শোনা গিয়েছিল কিশোর কুমারের গান৷ আচমকাই নিজের দরাজ গলায় গেয়ে উঠেছিলেন, ‘‘এক আজনবি হাসিনা সে..!’’ এরপর ট্রোলও হয়েছিলেন কংগ্রেস সাংসদ…

Avatar

By

আড়াই মাস আগে কাশ্মীরের বুকে কংগ্রেস সাংসদ শশী থারুর কন্ঠে শোনা গিয়েছিল কিশোর কুমারের গান৷ আচমকাই নিজের দরাজ গলায় গেয়ে উঠেছিলেন, ‘‘এক আজনবি হাসিনা সে..!’’ এরপর ট্রোলও হয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর৷ এই ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে। তবে এবার নিজেই নিজের ছবি পোস্ট করে ফের ট্রোল হলেন সাংসদ শশী ৷

সোমবার দুপুরে শশী থারুর নিজের টুইটার হ্যাণ্ডেল থেকে টুইট করেছেন একটি ছবি৷ যাতে দেখা যাচ্ছে বাংলা থেকে জয়ী তারকা সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী , নুসরত জাহান সহ ছ’জন সাংসদকে৷ ক্যাপশনে লেখা, ‘‘কে বলেছে লোকসভা কাজ করার জন্য আর্কষণীয় জায়গা নয়?’’ ব্যস এরপর আর দেখে কে? ইতিমধ্যে শশীর ওই টুইট ট্রোল হয়ে গিয়েছে নেট দুনিয়াতে৷ ভেসে আসছে একাধিক মন্তব্য৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তারপরই আধ ঘণ্টার ব্যবধানে ফের শশী নিজের টুইটিকে রি-টুইট করে তাঁর ব্যাখ্যাও দেন৷ যাতে দেখা যাচ্ছে, তারকা অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ছাড়াও রয়েছেন সুপ্রিয়া শুলে, প্রীনিত কৌর সহ আরও পাঁচ মহিলা সাংসদ৷ আর সকলের মধ্যমণি হয়ে রয়েছেন শশী৷ এই ছবিতে সেলফিটি তুলতে দেখা গিয়েছে বাংলার যাদবপুরের সাংসদ মিমিকে৷

আপাতত শশীর মন্তব্যকে কেন্দ্র করে ট্রোল হয়ে গিয়েছে ৷ প্রসঙ্গত, মিমিকেও দেখা গিয়েছিল এই টুইটটি করতে৷ পরে অবশ্য তিনি সেটি মুছেও দেন।রাজনৈতিক সমালোচকদের মতে, বিতর্ক এড়াতেই টুইটটি মুছে দিয়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি৷ তবে এবিষয়ে মিমি বা শশীর তরফ কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷

About Author