Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাঙালী মতে বিয়ে সারলেন শান্টু ও পূর্ণা, রইল বিয়ের ছবি

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’ ক্রমশ নতুন নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে। ‘খেলাঘর'-এর নায়ক শান্টু স্থানীয় একটি রাজনৈতিক দলের গুন্ডা। ধনী পরিবারের মেয়ে পূর্ণার ভালো পাত্রের সঙ্গে বিয়ে…

Avatar

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’ ক্রমশ নতুন নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে। ‘খেলাঘর’-এর নায়ক শান্টু স্থানীয় একটি রাজনৈতিক দলের গুন্ডা। ধনী পরিবারের মেয়ে পূর্ণার ভালো পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েও ভাগ্যের ফেরে বিয়ে হয়ে যায় শান্টুর সঙ্গে। জীবনে প্রথমবার শান্টুর সঙ্গে দেখা হতেই বিয়ে হয়ে যাওয়া পূর্ণা শান্টুর সঙ্গে বস্তিতে এসে ওঠে সংসার করার জন্য। পূর্ণা শান্টুর মধ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়।

পূর্ণার চেষ্টায় ধীরে ধীরে পরিবর্তন আসে শান্টুর মধ্যে। পূর্ণার ভালোবাসা শান্টুকে সঠিক পথে নিয়ে আসে। জানা যায়, একসময়ের মেধাবী ছাত্র শান্টু পরিস্থিতির শিকার হয়ে রাজনৈতিক গুন্ডায় পরিণত হয়েছিল। প্রথমদিকে পূর্ণার পরিবারের অমত থাকলেও পরবর্তীকালে তাঁরা শান্টুকে মেনে নেন। শান্টুর সঙ্গে বাঙালি নিয়ম মেনে সাতপাকে বাঁধা পড়লেন পূর্ণা। এই মুহূর্তে শান্টু ও পূর্ণার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শান্টু ও পূর্ণাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নেটিজেনরা। এই মুহূর্তে টিআরপি রেটিংয়ে সেরা দশটি সিরিয়ালের মধ্যে জায়গা করে নিয়েছে ‘খেলাঘর’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেমন হবে শান্টু-পূর্ণার নতুন সংসার? জানতে হলে, নিয়ম করে দেখতে হবে ‘খেলাঘর’। এই সিরিয়ালে শান্টুর ভূমিকায় অভিনয় করছেন সৈয়দ আরফিন (sayeed arfin) এবং পূর্ণার চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার (swikriti Majumder)।

About Author