Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হাত পেতে আর সাহায্যের দরকার নেই! কাজে ফিরলেন ফিরলেন বর্ষীয়ান অভিনেতা শঙ্কর ঘোষাল

Updated :  Tuesday, May 18, 2021 7:14 PM

করোনা সংকটে অন্যান মানুষের মতো টলিপাড়ার প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালের করুণ অবস্থার কথা দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের বামাক্ষ্যাপা ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরী জানতে পেরে অভিনেতার পাশে এসে দাঁড়িয়েছেন। শঙ্কর ঘোষালের অনুমতি নিয়েই অভিনেতার দুর্দশার কথা জানিয়ে ফেসবুকে শিল্পির কাজের জন্য আর্তি জানিয়েছিলেন সব্যসাচী। অভিনেতার অর্থাভাবের কথা শুনে শঙ্কর ঘোষালকে সাধ্যমতো সাহায্যও করেছিলেন।

ফের টেলিভিশনে কামব্যাক করলেন অভিনেতা শঙ্কর ঘোষাল। অবশেষে পরিশ্রম সফল হল অভিনেতা সব‍্যসাচী চৌধুরীর । সোশ‍্যাল মিডিয়ায় সেই সুখবর জানিয়েছেন অভিনেতা নিজে। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ পুরোহিতের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেনশঙ্কর ঘোষাল। ইতিমধ্যে তিন দিন ধারাবাহিকের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। নিজের ফেসবুক হ‍্যান্ডেলে এই সুখবর জানিয়েছেন সব‍্যসাচী। অনস্ক্রিনে অভিনেতা শঙ্কর ঘোষালের সঙ্গে একটি ছবি শেয়ার করে এই সুখবর দিয়েছেন অভিনেতা।

অভিনেতা আরো বলেন, শঙ্করবাবুর নিজের কাজের অভিজ্ঞতা ও অভিনয় ক্ষমতার জোরেই তিনি কাজ পেয়েছেন। সিরিয়াল কর্তৃপক্ষ তাঁকে যোগ‍্য মনে করেছেন বলেই কাজ দিয়েছেন। সম্পূর্ণ ধারাবাহিকের কর্তৃপক্ষকে এই কৃতিত্ব দিয়েছেন সব‍্যসাচী। শ্যুটিং ফ্লোরে ফিরতে পেরে আনন্দে উচ্ছ্বসিত শঙ্কর ঘোষাল নিজেও। তিনি আরো অনেক কাজ করতে চেয়েছেন। দীর্ঘদিন পর ক্যামেরা লাইট, অ্যাকশান এগুলো পেয়ে আরো বেশি আপ্লুত তিনি। অভিনেতার এই কাজে ফিরে আসা দেখে অনেক নেট নাগরিক ও খুশিতে আপ্লুত।

সম্প্রতি রান্নাঘর-এর একটি আসন্ন এপিসোডে অভিনেতা শঙ্কর ঘোষালকে দেখা। এপিসোড সম্প্রচারের আগে শ্যুটিং ফ্লোর থেকে এই ছবি শেয়ার করে দিন কয়েক আগেই সুদীপা চট্টোপাধ্যায় লিখেছিলেন, তিনি ভেবেছিলেন, এই করোনা পরিস্থিতিতে আর শুটিং করবো না। কিন্তু শঙ্করদার জন্য তিনি সিদ্ধান্ত বদলেছেন। শুটিং করলুম- দারুন অভিনেতা শঙ্কর ঘোষালের সাথে। তাঁর সাথে শ্যুটিং করে বেশ আনন্দিত। আর তিনি এও বলেন অভিনেতার টাকা নয় দরকার কাজের। তিনিও সকলের কাছে অভিনেতার কাজের জন্য আর্জি জানিয়ে ছিলেন।