৯০’এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তিনি গোটা ইন্ডাস্ট্রির কিং খান। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত একের পর এক হিট উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। তার অভিনয় দক্ষতা তাকে নিয়ে গিয়েছে সাফল্যের শিখরে। তার জনপ্রিয়তাঐ আকাশ ছোঁয়া, যা বহাল রয়েছে আজও। খুব সম্প্রতি তার অভিনীত ‘পাঠান’ মুক্তি পেয়েছে। দীর্ঘসময় পর অভিনেতাকে পর্দায় দেখে উচ্ছ্বাসে ভেসেছেন বহুমানুষ। বাঁধভাঙা আনন্দ নিয়েই হলে ভিড় জমিয়েছেন তারা। আর এর মাঝেই প্রকাশ্যে এসেছে অভিনেতার বিচ্ছেদের খবর, যা রীতিমতো শোরগোল ফেলেছে গোটা মিডিয়ামহলে।
১৯৯১ সালে একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন গৌরী খান ও শাহরুখ খান। সাধারণের মাঝেও তাদের জুটি বেশ জনপ্রিয়। তাদের একসাথে দেখতে পছন্দ করেন সকলেই। তবে তিন সন্তান থাকা সত্ত্বেও হঠাৎ তাদের বিচ্ছেদের খবর কেন প্রকাশ্যে! সেই নিয়েই একাধিক প্রশ্ন দানা বেঁধেছে অনুরাগীমহলের পাশাপাশি মিডিয়ামহলের একাংশের মাঝে। আপাতত, সেই প্রসঙ্গের সূত্র ধরেই মিডিয়ার পাতায় তুমুল চর্চায় শাহরুখ খান ও গৌরী খান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২০০৫ সালে কারাণ জোহারের কফি শোতে এসে একটি গোপন কথা বলেছিলেন গৌরী খান, যা শুনে সাধারণ দর্শকদের পাশাপাশি অবাক হয়ে গিয়েছিলেন স্বয়ং সেই শোয়ের সঞ্চালক কারাণ জোহারও। গৌরী খান জানিয়েছিলেন, বিয়ের পর অভিনেতা খুবই স্পর্শকাতর ছিলেন নিজেদের সম্পর্কের ব্যাপারে। শুরুর সময় তাকে খুব একটা বেরোতে দিতেন না তিনি। কোথাও যেতে চাইলে মানা করতেন। খুব সম্ভবত তারকা জগতের সদস্য হওয়ার সুবাদেই এমন করতেন তিনি। আর সেইসময় এই কারণবশতই তাকে ছেড়ে চলে যাওয়ার অর্থাৎ অভিনেতার থেকে বিচ্ছেদ নেওয়ার কথা ভেবেছিলেন গৌরী খান। তবে যত দিন গিয়েছে তাদের মধ্যে বোঝাপড়া বেড়েছে। সম্পর্ক হয়েছে আরও মজবুত। বর্তমান সময়ে দাঁড়িয়ে একে অপরকে বিচ্ছেদ দেওয়ার কথা ভাবতেই পারেন না তারা। তবে সম্প্রতি তাদের যে বিচ্ছেদের খবর মিডিয়ামহলে তোলপাড় তুলেছে, তা নিছকই গুজব। সেইকথা অবশ্য এতক্ষণে স্পষ্ট অধিকাংশের কাছেই।