ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI-এর এই বিশেষ প্রকল্পে বিনিয়োগের জন্য বাকি আছে আর মাত্র ১০ দিন, অবিলম্বে সুযোগের সদ্ব্যবহার করুন

এসবিআই প্রবীণ নাগরিকদের জন্য একটি দারুণ প্রকল্প নিয়ে হাজির হয়েছে

Advertisement

Advertisement

প্রবীণ নাগরিকরা বিনিয়োগের জন্য খুব একটা বেশি কখনো ঝুঁকি নিতে চান না। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য একটি ফিক্স ডিপোজিট একাউন্ট করতে চান তাহলে এসবিআই আপনার জন্য নিয়ে এসেছে একটা দারুণ সুযোগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনাদের জন্য চালু করেছে এস বি আই উই কেয়ার স্কিম। এই প্রকল্পে আপনি পাঁচ বছরের মধ্যে ভালো রিটার্ন পেয়ে যেতে চলেছেন। এসবিআই এর এই প্রকল্পটি ৩০ সেপ্টেম্বর ২০২৩এ বন্ধ হতে চলেছে। তাই আপনাকে খুব শীঘ্রই এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে হবে।

Advertisement

গ্রাহুকা ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিশেষ প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এসবিআই এর এই প্রকল্পের প্রবীণ নাগরিকদের জন্য ০.৫০ শতাংশ বেশি সুদ দেওয়া হচ্ছে। এসবিআই এর এই ফিক্স ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ করে আপনি ৫ বছর থেকে ১০ বছরের মধ্যে উচ্চ রিটার্ন পেতে পারেন। এসবিআই উইকেয়ার প্রকল্পে আপনি ৫০ বিপিএস অর্থাৎ ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফিক্সড ডিপোজিট প্রকল্পে আপনারা ৭.৫০ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন।

Advertisement

এসবিআই এর নিয়মিত ফিক্স ডিপোজিট সুদের হারের ব্যাপারে বলতে গেলে আপনারা ৩.৫০ শতাংশ থেকে সর্বাধিক ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাচ্ছেন। ৭ দিন থেকে ১০ বছরের সময়ের মধ্যে ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে আপনারা এই সুদ পাবেন। আয় করে নিয়ম অনুযায়ী এতে নিয়মিতভাবে টিডিএস কাটা হয়ে থাকে। বিনিয়োগকারীরা ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী ট্যাক্স ছাড় পেতে পারেন। করোনাভাইরাসের সময় প্রবীণ নাগরিকদের অর্থ সুরক্ষিত রাখার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের উইকেয়ার ফিক্স ডিপোজিট চালু করেছিল। এই ফিক্স ডিপোজিট হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সব থেকে লাভজনক ফিক্স ডিপোজিট স্কিম।

Advertisement

Recent Posts