Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Recurring Deposit: মাসে মাসে জমা করুন মাত্র ৫৯২ টাকা, নিশ্চিত রিটার্ন পাবেন ১ লক্ষ টাকা

বিনিয়োগের ক্ষেত্রে যতই নতুন নতুন মাধ্যম, নতুন নতুন স্কিম আসুক না কেন, এখনও অনেকেই ব্যাঙ্কের উপরেই ভরসা করে থাকেন। কারণ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটে (Recurring Deposit) একটি নির্দিষ্ট সময়…

Avatar

By

বিনিয়োগের ক্ষেত্রে যতই নতুন নতুন মাধ্যম, নতুন নতুন স্কিম আসুক না কেন, এখনও অনেকেই ব্যাঙ্কের উপরেই ভরসা করে থাকেন। কারণ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটে (Recurring Deposit) একটি নির্দিষ্ট সময় বিনিয়োগের পর পাওয়া যায় নিশ্চিত রিটার্ন। তবে মিউচুয়াল ফান্ডের এস আই পি এর মতো ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটেও মাসে মাসে টাকা জমা করে ১০ বছরেই বড় অঙ্কের টাকা রিটার্ন পাওয়া সম্ভব।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিটে বর্তমানে নূন্যতম ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। ১ থেকে ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করা যায় এই স্কিমে। তবে একেক মেয়াদের ক্ষেত্রে একেক হারে সুদ পাওয়া যায়। উপরন্তু প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে রেকারিং ডিপোজিটে সুদের হারও বেশি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিটে ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে সুদের হার ৩.৫০ শতাংশ, ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদে সুদের হার ৫.৫০ শতাংশ, ১৮০ থেকে ২১০ দিনের মেয়াদে সুদের হার পাওয়া যায় ৬.০০ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছরের কমের মেয়াদে সুদের হার ৬.২৫ শতাংশ, ১ থেকে ২ বছর পর্যন্ত মেয়াদে ৬.৮০ শতাংশ সুদের হার, ২ থেকে ৩ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার ৭.০০ শতাংশ, ৩ থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার ৬.৭৫ শতাংশ, ৫ থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার ৬.৫০ শতাংশ। আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে প্রতি মেয়াদে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি হয়।

কেউ যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিটে মাসে ৫৯২ টাকা করে জমান তাহলে ৬.৫০ শতাংশ সুদের হারে ১০ বছর ৩ মাসে জমা হবে ৭১,০৪০ টাকা। সুদ হিসেবে পাওয়া যাবে ২৯০০০ টাকা। অর্থাৎ মেয়ার পূর্তির পাওয়া যাবে ১ লক্ষ ৪০ টাকা।

About Author