Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Saurav Ganguly: ‘দাদাগিরি’ করে প্রতিদিন কত টাকা আয় করেন সৌরভ? জেনে নিন

Updated :  Sunday, July 14, 2024 7:18 PM

পশ্চিমবঙ্গের কথা উঠলে অবশ্য বলতে হবে সৌরভ গাঙ্গুলির কথা। ভারতীয় ক্রিকেটের উত্থানের পিছনে তাঁর অবদান ভোলার নয়। ভারত তথা বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন তিনি। নিজের সময়ে ব্যাটে বলে সমানভাবে সাহায্য করেছিলেন। ক্রিকেট ছাড়ার পর প্রশাসক হিসেবেও কাজ করেছেন সুনামের সঙ্গে।

সৌরভ জমানা ইতিহাসের পাতায়

ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ জমানা লেখা থাকবে ইতিহাসের পাতায়। তবে তাঁর আরও একটা জিনিস সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। সেটা হল ‘দাদাগিরি’। সৌরভ গাঙ্গুলির সঙ্গে দাদাগিরি এমনিতেই সমার্থক শব্দ। লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি ঘোরানো দাদাগিরিই বটে।

সৌরভের দাদাগিরি মানেই টিআরপি হাই

লর্ডসের মাঠ হোক কিংবা টেলিভিশন, সৌরভের দাদাগিরি মানেই টিআরপি হাই, মানুষ দেখবেই দেখবে। টিভিতে দাদাগিরি যখন শুরু হয়েছিল তখন প্রবল উন্মাদনা। বাড়ি থেকে ভেসে আসত দাদাগিরি শুরু হওয়ার সেই গান। সৌরভ গাঙ্গুলিকে ছাড়া দাদাগিরি অনুষ্ঠানের কথা ভাবাই যায় না। অবশ্যই এই এই শো-এর প্রাণ কেন্দ্র। কিন্তু এই অনুষ্ঠান করে সৌরভ কতো টাকা যলাভ করেন সে সম্পর্কে কি কোনও আইডিয়া আছে?

দাদাগিরি থেকে মহারাজের উপার্জন কতো?

সেলিব্রিটিদের জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতুহল সব সময় ছিল, আছে। সৌরভের ক্রিকেট পারফরম্যান্স পাশাপাশি তাঁর আর্থিক সম্পত্তির ব্যাপারেও মানুষের মধ্যে কৌতুহল রয়েছে। দাদাগিরি থেকে তিনি কত পেয়ে থাকেন সে ব্যাপারেও সাধারণের মধ্যে উৎসাহ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক দাদাগিরি থেকে মহারাজের উপার্জন কতো।

এক রিপোর্টে উঠে এসেছে, দাদাগিরি অনুষ্ঠানে সঞ্চালনা করে প্রত্যেক সপ্তাহে আকাশছোঁয়া পারিশ্রমিক পান সৌরভ। এপিসোড পিছু তিনি নিয়ে থাকেন ৫০ লাখ টাকা! অর্থাৎ হিসেবে অনুযায় মাসে গড়ে উপার্জন করছেন ৪ কোটি টাকা।