নয়াদিল্লি : সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই বাগবিতণ্ডায় জড়ালেন বিজেপি তৃণমূল। চূড়ান্ত সতর্কতার মাঝেই আজ প্রথম দিনের বাদল অধিবেশন শুরু হয়, তার মাঝেই বিজেপির নিশানায় পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে উদ্দেশ্য করে করা ‘অসংসদীয়’ বক্তব্যে ইতিমধ্যে তোলপাড় হয়ে গেছে বাদল অধিবেশনের প্রথম দিন। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি জানিয়েছে, ক্ষমা চাইতে হবে তৃণমূল সাংসদকে কিন্তু তা মানতে নারাজ সৌগত রায়।
এদিন সংসদে ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে আলোচনা চলাকালীন সরকারের সমালোচনা করতে গিয়ে নির্মলা সীতারমণকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। আর এরপরেই লাগে তর্ক বিতর্ক। দুপক্ষের বিবাদ ক্রমেই বাড়ার কারণে শেষপর্যন্ত ওই মন্তব্য লোকসভার কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার ওম বিড়লা।
অবশ্য এই বিষয়ে এখনো ভাবলেশহীন হয়ে রয়েছেন নির্মলা সীতারামন। তিনি জানান, “সৌগতবাবু কারও বিষয়ে মন্তব্য না করে যদি বক্তব্য মন দিয়ে শুনতেন ভালো হতো”। কিন্তু এদিনের এই ঘটনায় সৌগত রায়ের বিরোধিতা করেছেন একাধিক বিজেপি নেতা।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases