সম্প্রতি রুচার বড় মেয়েকে একটি ক্যানভাসের সামনে রঙ-তুলি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেখানে বিভিন্ন রঙ দিয়ে লেখা ছিল ‘বড় দিদি’। আর সেই ছবিই ক্যামেরাবন্দি করে অভিনেত্রী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর এই ছবি শেয়ার করেই অভিনেত্রী নিজের দ্বিতীয়বার মা হওয়ার কথা জানিয়েছেন সকলকে। ছবির ক্যাপশনে নজর রাখলেই স্পষ্ট হবে সবটা। আপাতত এই খবর অভিনেত্রী জানানোর পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে। ছবির কমেন্টবক্সে উপছে পড়েছে সাধারণ থেকে তারকার শুভেচ্ছাবার্তায়। অভিনেত্রী ও তার ঘনিষ্ঠ মহলের পাশাপাশি তার ভক্তরাও আপাতত অপেক্ষায় রয়েছেন নতুন আসন্ন অতিথির।
‘সাথ নিভানা সাথিয়া’-এর ‘রাশি’ আবারও গর্ভবতী, এখন এমন দেখাচ্ছে নায়িকাকে, দেখুন ছবি
ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা একের পর এক অভিনেত্রীরা সুখবর দিচ্ছেন নিজের ভক্তদের। বিভিন্নভাবে জানাচ্ছেন নিজেদের মা হওয়ার খবর। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হল আরো এক অভিনেত্রীর নাম। তিনি সকলের পরিচিত,…

আরও পড়ুন