Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছুটি নিয়ে মা ও ভাইয়ের সাথে বরফের দেশে অভিনেত্রী সারা আলি খান

অমৃতা সিং (Amrita singh)নিজের ছেলে ইব্রাহিম (Ibrahim khan) ও মেয়ে সারা (sara ali khan)-কে আঁকড়ে প্রতিটি মুহূর্ত বাঁচেন। সম্প্রতি ইন্সটাগ্রামে সারা ও ইব্রাহিমের স্কুলজীবনের ছবি শেয়ার করেছেন অমৃতা। ছবির সারা…

Avatar

অমৃতা সিং (Amrita singh)নিজের ছেলে ইব্রাহিম (Ibrahim khan) ও মেয়ে সারা (sara ali khan)-কে আঁকড়ে প্রতিটি মুহূর্ত বাঁচেন। সম্প্রতি ইন্সটাগ্রামে সারা ও ইব্রাহিমের স্কুলজীবনের ছবি শেয়ার করেছেন অমৃতা। ছবির সারা তখন যথেষ্ট ভারী চেহারার ছিলেন এবং চোখে ছিল চশমা। এখনকার গ্ল‍্যামারাস সারার সঙ্গে তার কোনও মিল নেই। তাঁর ভাই ইব্রাহিমও যথেষ্ট সাধারণ ছিলেন। সারা ও ইব্রাহিমের সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে অমৃতাকেও। তাঁর চোখে রয়েছে সানগ্লাস। ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

গত মাসেই সারা ও অক্ষয়কুমার (Akshay kumar) অভিনীত ‘আতরঙ্গী রে’-র শুটিং শেষ হয়েছে। অপরদিকে করোনা অতিমারীর কারণে লকডাউনের সিদ্ধান্ত নিতে চলেছেন মহারাষ্ট্র সরকার। ফলে সারার হাতে এখন অখণ্ড অবসর। সারা ট্র‍্যাভেল করতে পছন্দ করেন। তাঁর প্রতিবারের বেড়ানোর সঙ্গী হন তাঁর ভাই ইব্রাহিম ও মা অমৃতা। এবারেও তার ব্যতিক্রম হল না। সারা, ইব্রাহিম ও সারার বান্ধবী ইশিকা শ্রফ (Ishika shroff) বেড়াতে গিয়েছেন গুলমার্গে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেখান থেকে প্রচুর ইন্সটাগ্রাম রিল ও ছবি শেয়ার করছেন সারা। এর মধ্যে সারা ও ইব্রাহিমের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে সারাকে দেখা যাচ্ছে স্নো বাইকিং করতে। ইব্রাহিমের মুখ দেখে মনে হচ্ছে, দিদির কান্ড দেখে তিনি খুবই চিন্তিত। সারার পরনে গ্রে রঙের পুলওভার ও নীল ডেনিম এবং গ্রে রঙের বুটস। সারার চোখে রয়েছে মিরর গ্লাস। গুলমার্গের বরফ যে সারা ভালোই এনজয় করছেন, তা বোঝা যাচ্ছে। তবে এবার অমৃতা তাঁদের সঙ্গে যাননি। তিনি মুম্বইতে রয়েছেন।

About Author