Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুশান্তের বাগানবাড়িতে রাতের পর রাত কাটাতেন সারা আলি খান, দাবি বাড়ির কেয়ারটেকারের

Updated :  Tuesday, September 15, 2020 8:27 PM

সুশান্ত কেসের জল অনেক দূর গড়িয়েছে। এখনও পর্যন্ত সুশান্ত মৃত্যু কেস সল্ভ না হলেও মাদকযোগ নিয়ে তদন্ত জারি রয়েছে। গতকাল সোমবার এনসিবি তল্লাশি চালায় সুশান্তের বাগান বাড়িতে। পাবনা লেকের পাশেই ওই বাগান বাড়ি। সেখান থেকেই উদ্ধার হয় নানান নিষিদ্ধ ওষুধ, হুক্কা, ট্যাবলেট, সিগারেটের আস্ট্রে সহ অন্যান্য ওষুধ। জানা গিয়েছে, ওই বাগানবাড়িতে প্রায়শই পার্টি করতেন সুশান্ত! সূত্রের খবর, ওই পার্টিতেই উপস্থিত থাকতেন রিয়া, সারা আলি খান সহ বলিউডের আরও অনেক ব্যক্তি। ওই বাগানবাড়ির কেয়ারটেকার জানান, সারা আলি খান বহু আগে থেকেই ওই বাগান বাড়িতে আসতেন, পার্টি করতেন। ২০১৮ থেকে ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত মাঝেমধ্যেই এই বাগান বাড়িতে সুশান্তের সঙ্গে ৩-৪ দিন এসে থাকতেন সারা।

ওই কেয়ারটেকার এও জানান, সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও বন্ধু সিদ্ধার্থ পিঠানিরাও প্রায়-ই ওই বাগানবাড়িতে আসতেন। মধ্যরাত পর্যন্ত চলতো পার্টি। রিয়ার বয়ান অনুযায়ী, সুশান্ত তাঁর বন্ধুদের সঙ্গে ওই বাগান বাড়িতেই পার্টি করতেন। পাশাপাশি এই বাগানবাড়ির কেয়ারটেকার জানান, মাঝে মধ্যেই এই বাগানবাড়িতে রাতভোর পার্টি চলতো এবং সারা আলি খান খুব ঘন ঘন আসতেন।

এই সেই বাগানবাড়ি। যার মাসিক ভাড়া ২.৫ লক্ষ টাকা।

সুশান্তের বাগানবাড়িতে রাতের পর রাত কাটাতেন সারা আলি খান, দাবি বাড়ির কেয়ারটেকারের

এই বাগানবাড়ি থেকেই উদ্ধার হয় হুক্কা, নিষিদ্ধ ওষুধ সহ অন্যান্য জিনিস।

সুশান্তের বাগানবাড়িতে রাতের পর রাত কাটাতেন সারা আলি খান, দাবি বাড়ির কেয়ারটেকারের