Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছোট পোশাকেই মিডিয়ার সামনে পোজ দিলেন সুন্দরী সারা আলি খান

কৌশিক পোল্ল্যে: সারা আলি খান বিশেষ পরিচিত সকলের সঙ্গে মিষ্টভাব রাখা ও সৌহাদ্যপূর্ন ব্যবহারের জন্য। ইভেন্ট থেকে শুরু করে মিডিয়াকে সুন্দরভাবে হ্যান্ডেল করেন তিনি। ফ্যানসদের সঙ্গে সেলফি তোলেন নির্দ্ধিধায়। সম্প্রতি…

Avatar

কৌশিক পোল্ল্যে: সারা আলি খান বিশেষ পরিচিত সকলের সঙ্গে মিষ্টভাব রাখা ও সৌহাদ্যপূর্ন ব্যবহারের জন্য। ইভেন্ট থেকে শুরু করে মিডিয়াকে সুন্দরভাবে হ্যান্ডেল করেন তিনি। ফ্যানসদের সঙ্গে সেলফি তোলেন নির্দ্ধিধায়।

সম্প্রতি সারা মুম্বাইয়ের লোকাল রাস্তার নিজের গাড়ির সামনে ক্যামেরাবন্দি হন। তাকে দেখেই রীতিমতো ভিড় জমে যায় মিডিয়ার লোকজনদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : নেটদুনিয়ায় নিজের হট ছবিতে তাক লাগালেন অনন্যা পান্ডে

তবে কাউকেই নিরাশ করেননি তিনি। ছোট পোশাকেই মিডিয়ার জন্য পোজ দিতে শুরু করেন সারা। নবাবকন্যার বিউটিফুল নো মেক-আপ লুক বেশ প্রংসশিত হয়েছে ‘ফিল্মিজ্ঞান’ থেকে প্রকাশিত হওয়া এই ছবিতে।

এই অভিনেত্রী বর্তমানে চরম ব্যস্ত কার্তিক আরিয়ানের বিপরীতে ‘লাভ আজ কাল 2’ এবং বরুন ধবনের বিপরীতে ‘কুলি নং 1’ এর শ্যুটিংএ।

 

View this post on Instagram

 

One word for this girl? ?

A post shared by F I L M Y G Y A N (@filmygyan) on

About Author